ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

ভক্তকে চুলের মুঠি ধরে বের করে দিতে চাইলেন এই গায়িকা!

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১১:৩৯, ১৬ ডিসেম্বর ২০২৪

ভক্তকে চুলের মুঠি ধরে বের করে দিতে চাইলেন এই গায়িকা!

সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজারহাটে অনুষ্ঠিত একটি কনসার্টে ভারতীয় গায়িকা ইমন চক্রবর্তী বাংলা গান না গাওয়ার অনুরোধে দর্শকদের প্রতি তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, "বাংলায় থাকছো, বাংলায় রোজগার করছো, বাংলা গান শুনবে না  ফালতু জিনিস করবে না।" 

এছাড়া, তিনি আরও বলেন, "সাহস থাকলে স্টেজে এসো, চুলের  মূঠী ধরে বের করে দেয়া উচিৎ।" 

ইমনের এই প্রতিবাদে অনেকেই সমর্থন জানালেও, বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি তার বক্তব্যকে 'ভাণ্ডামি' বলে সমালোচনা করেছেন। তিনি বলেন, "ফুটেজ খাওয়ার জন্য বছর বছর একই কথা রিপিট করার তো দরকার নেই।" 

ইমন চক্রবর্তী তার ফেসবুক পোস্টে এই সমালোচনার জবাবে বলেন, "আমার ভাষাকে ছোট করে কথা বললে আমি আবার ওই একই কথা বলব, একইভাবে প্রতিবাদ করব।" 

ইমনের এই দৃঢ় অবস্থান বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি তার অঙ্গীকারের প্রতিফলন।

জাফরান

×