ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

হোটেলে মাজতেন থালা-বাসন তিনি এখন পরিচিত মুখ

প্রকাশিত: ১০:৫০, ১৬ ডিসেম্বর ২০২৪

হোটেলে মাজতেন থালা-বাসন তিনি এখন পরিচিত মুখ

ছবিঃ দেব

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ও সফল রাজনীতিবিদ দেব, যাঁর আসল নাম দীপক অধিকারী, আজ কোটি মানুষের প্রেরণা। তবে তিনি যে উঁচু পর্যায়ে পৌঁছেছেন, তার পেছনে রয়েছে সংগ্রামী এক গল্প।

একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে দেব জানিয়েছেন তাঁর শৈশব ও সংগ্রামের কথা। মেদিনীপুর জেলার এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া দেবের বাবা ক্যাটারিং সার্ভিসে কাজ করতেন। বাবার এই পেশার সঙ্গে যুক্ত থেকে ছোটবেলায় থালা-বাসন ধোয়া থেকে শুরু করে নানা ধরনের কাজ করতেন দেব।

সাধারণ জীবনযাপনের মধ্য দিয়েই বড় হয়েছেন দেব। তাঁর এই সংগ্রামী জীবন তাঁকে কঠোর পরিশ্রম করতে শিখিয়েছে এবং নিজের স্বপ্ন পূরণের পথে অবিচল থাকতে উৎসাহিত করেছে। বললেন, "আমার অতীত আমাকে আজও শক্তি দেয়। আমি সেই জীবন কখনো ভুলতে চাই না।"

আজ দেব কেবল একজন সফল অভিনেতা নন, একজন সম্মানিত সাংসদও। বাংলার মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে তাঁর এই সহজ, মাটির কাছাকাছি থাকা মানসিকতাই তাঁকে সবার প্রিয় করে তুলেছে। দীপক থেকে দেব হওয়ার এই যাত্রা তাঁর ভক্তদের কাছে এক দৃষ্টান্ত।

মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেতা-রাজনীতিবিদ জানান, তাঁর অতীত তাঁকে প্রতিনিয়ত মনে করিয়ে দেয় যে, কঠোর পরিশ্রম আর সংকল্প থাকলে জীবনে কোনো কিছুই অসম্ভব নয়।

জাফরান

×