গত শুক্রবার, ৪ ডিসেম্বর, হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর বিশেষ প্রদর্শনীতে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু ঘটে। এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।
শুক্রবারই গ্রেফতার করা হয় আল্লুকে। তবে সেই দিনই আদালত তাকে অন্তর্বর্তী জামিনে মুক্তি দেয়। এক রাত সংশোধনাগারে কাটানোর পর শনিবার সকালে তিনি বাড়ি ফিরে আসেন।
আল্লুর বাড়ি ফেরার মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগঘন। বাড়ির দরজায় তার জন্য অপেক্ষা করছিলেন স্ত্রী স্নেহা রেড্ডি। স্বামীকে দেখে স্নেহা ছুটে এসে তাকে জড়িয়ে ধরেন। সন্তানরাও বাবাকে আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। এই আবেগঘন দৃশ্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রসঙ্গত, অভিনেত্রী সামান্থা রুথ প্রভুও সেই ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি শেয়ার করে তিনি লেখেন, “আমি কিন্তু কাঁদছি না। ঠিক আছে!” এর সঙ্গে একটি অশ্রুভরা ইমোজি যোগ করে নিজের আবেগ প্রকাশ করেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লু অর্জুনের ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যদিও তার পরিবার ও ঘনিষ্ঠ মহল এই কঠিন সময়েও তার পাশে দাঁড়িয়েছে।
জাফরান