আজ মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্টের আয়োজন করেছে 'সবার আগে বাংলাদেশ'। মঞ্চ তৈরিতে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি। বিজয় দিবসে বেলা ১২টা থেকে শুরু হবে জনসাধারণের জন্য উন্মুক্ত এই কনসার্টের আনুষ্ঠানিকতা।
আয়োজকরা জানিয়েছে, কনসার্টে নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস সংগীত পরিবেশন করবে। এছাড়া গান গাইবেন সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।
রাজু