ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

রাতে কত ঘণ্টা ঘুমান মোদি, জানালেন সাইফকে

প্রকাশিত: ০০:৫৩, ১৬ ডিসেম্বর ২০২৪

রাতে কত ঘণ্টা ঘুমান মোদি, জানালেন সাইফকে

ছবি: সংগৃহীত।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বিশেষ সাক্ষাৎ করেছেন কাপুর পরিবার। এই সাক্ষাৎকারটি ছিল বর্ষীয়ান অভিনেতা রাজ কাপুরের শততম জন্মদিন উদযাপন উপলক্ষে। বলিউড অভিনেতা সাইফ আলি খানও এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এবং মোদির সাথে একান্ত আলাপচারিতার সুযোগ পেয়েছিলেন। সেই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় উঠে এসেছে কিছু অজানা বিষয়।

রাজ কাপুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই বিশেষ সভা সম্পর্কে ভারতীয় সংবাদমাধ্যমে সাইফ আলি খান বলেন, ‘সেদিন মোদিজি সংসদের কাজ সেরে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। আমি ভাবছিলাম তিনি হয়তো ক্লান্ত থাকবেন, কিন্তু তার মুখে সেই চিরন্তন হাসি ছিল এবং আমাদের প্রতি তার মনোযোগও ছিল অব্যাহত।’

সাইফ আরো যোগ করেন, ‘আমি খুশি যে কারিনা, কারিশমা এবং রণবীরের মাধ্যমে আমিও এই মহৎ মুহূর্তের অংশ হতে পেরেছি। রাজ সাহেবের শততম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা আমাদের পরিবার জন্য সত্যিই গর্বের বিষয়।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আমি অনুভব করলাম, তিনি নিজের দেশের প্রতি কতটা দায়বদ্ধ। তিনি অত্যন্ত কঠোর পরিশ্রম করছেন এবং নিজের জন্য তেমন সময় পাচ্ছেন না। আমি তাকে প্রশ্ন করেছিলাম, তিনি দিনে কতটা বিশ্রাম পান, তার উত্তর ছিল প্রায় তিন ঘণ্টা।’

সাইফ বলেন, ‘এই দিনটি আমার জন্য খুবই বিশেষ ছিল। প্রধানমন্ত্রী আমাদের পরিবারকে তার মূল্যবান কিছু সময় দেওয়ার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ।’

উল্লেখযোগ্য যে, গত মঙ্গলবার মোদির সঙ্গে সাক্ষাৎ করেন কারিনা কাপুর, কারিশমা কাপুর, রণবীর কাপুর, আলিয়া ভাট, নীতু সিং, আদর ও আরমান জৈনরা।

নুসরাত

×