ভারতীয় উপমহাদেশের খ্যাতিমান তবলাশিল্পী ওস্তাদ জাকির হুসেন বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি গত দুসপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। রোববার রাত থেকে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে যে তিনি এখনো চিকিৎসাধীন আছেন।
জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে ভারতে নির্ধারিত একটি অনুষ্ঠান বাতিল করতে হয়েছে তাকে। দীর্ঘদিন ধরে রক্তচাপজনিত সমস্যাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এই কিংবদন্তি তবলাশিল্পী। সম্প্রতি হৃদ্যন্ত্রে জটিলতা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে পরিবার দেশ-বিদেশের ভক্তদের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেছে।
ওস্তাদ আল্লা রাখার সন্তান জাকির হোসেন ১৯৫১ সালে ভারতের মুম্বাইতে জন্মগ্রহণ করেন। তিন বছর বয়সে তবলায় হাতেখড়ি এবং মাত্র সাত বছর বয়সে মঞ্চে একক পরিবেশনা শুরু করেন। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ভারত সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন। এ বছর তিনি বিশ্বসংগীতের সর্বোচ্চ সম্মান গ্র্যামি পুরস্কার অর্জন করেন।
২০২৩ সালের ৩০ জুন মুক্তিপ্রাপ্ত ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র অ্যালবাম দিস মোমেন্ট ৬৬তম গ্র্যামিতে ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ বিভাগে পুরস্কৃত হয়। শক্তি ব্যান্ডে তবলাশিল্পী হিসেবে যুক্ত রয়েছেন জাকির হোসেন। ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী শঙ্কর মহাদেবনের পাশাপাশি গণেশ রাজাগোপালন (বেহালা), ভি সেলভাগণেশ (তালবাদ্য), এবং জন ম্যাকলকলিন (গিটার) দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
জাকির হোসেন তার সঙ্গীত জীবনে পন্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আমজাদ আলি খান এবং জর্জ হ্যারিসনের মতো বিশ্বখ্যাত শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। ২০১৫ সালে তিনি ঢাকার আর্মি স্টেডিয়ামে বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে শাস্ত্রীয় সংগীত উৎসবে তবলায় যন্ত্রসংগীত পরিবেশন করেন, যা স্মরণীয় হয়ে আছে।
রাজু