ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

জীবনে কখনও সিঙ্গেল ছিলাম না: ফারিয়া

প্রকাশিত: ২২:৩৯, ১৫ ডিসেম্বর ২০২৪

জীবনে কখনও সিঙ্গেল ছিলাম না: ফারিয়া

ছবি: সংগৃহীত।

প্রেম নিয়ে সাধারণত অভিনেত্রীরা নিজেদের কথা গোপন রাখতে পছন্দ করেন, কিন্তু নুসরাত ফারিয়া এই ব্যাপারে ব্যতিক্রম। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি তার প্রেমের অভিজ্ঞতা এবং প্রেমিকদের নিয়ে খোলামেলা কথা বলেছেন। ফারিয়া জানালেন, জীবনে একদিনও তিনি সিঙ্গেল ছিলেন না।

নিজের প্রথম প্রেমের স্মৃতি চারণ করতে গিয়ে ফারিয়া বলেন, "আমি প্রথম প্রেম করেছিলাম ১৫ বা ১৬ বছর বয়সে। এটি ছিল একটি ছোটবেলার প্রেম। ছেলেটি নীল কালি দিয়ে আমাকে একটি চিঠি লিখেছিল, যাতে খুব সুন্দর একটি গান ছিল। আমি তখন গানটি জানতাম না, তাই ভাবলাম, বাহ! ছেলেটি তো কবি!" এরপর থেকে তিনি জীবনে কখনো একা ছিলেন না, এমনকি একটিও দিন সিঙ্গেল থাকেননি।

তবে বর্তমানে ফারিয়া আর আগের মতো প্রেমে পড়েন না। বরং একা থাকার মজা উপভোগ করছেন। তিনি বলেন, "১০ মাস ধরে আমি সিঙ্গেল এবং এই সময়টাকে আমি বেশ উপভোগ করছি। এক প্রেম থেকে আরেক প্রেমে চলে যাওয়ার পর, সর্বশেষ প্রেমটি ছিল ১০ বছর দীর্ঘ। কিন্তু এখন একা থাকার যে স্বাদ, তা আমি আগে বুঝতে পারতাম না। এখন এই একা থাকার সময়টাকে আমি পুরোপুরি উপভোগ করছি।"

ফারিয়ার দীর্ঘদিনের প্রেমিক ছিলেন রনি রিয়াদ রশিদ। ২০২০ সালের মার্চে তারা বাগদান করেন এবং ২০২০ সালের ডিসেম্বর মাসে বিয়ে করার পরিকল্পনা ছিল। কিন্তু আড়াই বছর পর তারা জানিয়ে দেন যে, তাদের বিয়েটি আর হচ্ছে না।

সেসময় এক সংবাদমাধ্যমে ফারিয়া বলেছিলেন, "এই বিয়েটা আর হচ্ছে না। আমি যা করি, সবসময় বুঝে-শুনে করি। রনির সঙ্গে আমার সবসময়ই যোগাযোগ আছে। আমাদের সম্পর্ক সবসময় বন্ধুর মতো থাকবে। বিয়ে না করার সিদ্ধান্তটি আমাদের দুইজনের বোঝাপড়ায় হয়েছে। হুট করে কিছু করা ঠিক নয়।"

নুসরাত

×