ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

দেশি নায়িকাদের শিডিউল পান না শাকিব খান!

প্রকাশিত: ২২:০৭, ১৫ ডিসেম্বর ২০২৪

দেশি নায়িকাদের শিডিউল পান না শাকিব খান!

ছবি: সংগৃহীত।

শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’-এর বিশেষ প্রদর্শনী সম্প্রতি জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। মহাখালীতে অবস্থিত এসকেএস স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়, যা শাকিব খানের নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্যোগে পরিচালিত হয়।

প্রদর্শনী শেষে শাকিব খান বলেন, "এ বছর 'দরদ' সিনেমার হাইয়েস্ট ওপেনিং কালেকশন হয়েছে। এর মানে হলো, ঈদ ছাড়াও সিনেমাটি সুপারহিট হয়েছে। ঈদ ছাড়া আরও অনেক সিনেমা সফল হয়েছে আমার ক্যারিয়ারে, যেমন 'প্রিয়া আমার প্রিয়া' ও 'কোটি টাকার কাবিন'—এই সবগুলোই ঈদ ছাড়াও সফল হয়েছিল। আজকের 'দরদ' আবারও সেই ইতিহাস পুনরাবৃত্তি করল।"

বিদেশি নায়িকাদের সঙ্গে কাজ করার প্রসঙ্গে শাকিব খান আরও বলেন, "আমার নিজেই নায়িকাদের শিডিউল পাওয়া কঠিন হয়ে পড়ছে। কারণ, আমি বছরে দুই-তিনটি ছবি করি, আর আমার শিডিউলও অনেক বড়। তবে আমাদের দেশের নায়িকারা অনেক বেশি কাজ করে, তাই তাদের শিডিউলও প্রায় পূর্ণ থাকে। যেই সময় তাদের শিডিউল মিলবে, তখন আবার একসঙ্গে কাজ করার সুযোগ হবে।"

এ ছাড়া, এই বিশেষ প্রদর্শনীতে শাকিব খান ছাড়াও উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক অনন্য মামুন, অভিনেত্রী পূজা চেরি, সিয়াম আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, অর্চিতা স্পর্শিয়া, সেমন্তি সৌমি এবং রুকাইয়া জাহান চমকসহ আরও অনেক জনপ্রিয় তারকা।

নুসরাত

×