ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

নতুন সুখবর দিলেন প্রভা

প্রকাশিত: ২১:৫৬, ১৫ ডিসেম্বর ২০২৪

নতুন সুখবর দিলেন প্রভা

চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পে একসময় এক উজ্জ্বল তারকা ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি, নিউইয়র্কে অনুষ্ঠিত ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড’-এ সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন তিনি। এটি ছিল এই পুরস্কারের ষষ্ঠ আসর এবং প্রভা এই সম্মান পেয়ে বেশ উচ্ছ্বসিত।

বর্তমানে প্রভা আমেরিকায় বসবাস করছেন এবং দীর্ঘদিন ধরে তিনি আর বাংলাদেশি টেলিভিশনে কাজ করছেন না। তবে সেখানে বসে তিনি নতুন এক পেশায় মনোযোগ দিয়েছেন। মেকআপ আর্টিস্ট হিসেবে বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।

এই পুরস্কার পাওয়ার পর প্রভা সংবাদমাধ্যমে জানান, "এমন একটি পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাকে মূল্যায়ন করেছেন। যেকোনো পুরস্কার একজনকে আরও ভালো কাজ করার জন্য উৎসাহিত করে, নিজের প্রতিভাকে চ্যালেঞ্জ করার সুযোগ দেয়।" তিনি আরও বলেন, "এখন আমার দায়িত্ব বেড়ে গেছে। পুরস্কার পাওয়ার পর আগের চেয়ে দ্বিগুণ মনোযোগ ও পরিশ্রমের প্রয়োজন হয়ে পড়ে।"

২০০৫ সালে মডেলিং দিয়ে বিনোদন জগতে পা রাখলেও প্রভা শুধু মডেল হিসেবেই নয়, নাটক ও টেলিফিল্মের মাধ্যমে বড় পর্দাতেও তার প্রতিভার ছাপ রেখে দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তাঁর অভিনয় দক্ষতা এবং লাস্যময়ী উপস্থিতি তাকে তরুণ প্রজন্মের মধ্যে বিশেষভাবে পরিচিত করে তোলে।

নুসরাত

×