ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

বিজয়ের মাসে বড় পর্দায় মেহজাবীন

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৩, ১৫ ডিসেম্বর ২০২৪

বিজয়ের মাসে বড় পর্দায় মেহজাবীন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ইতোমধ্যে বড় পর্দায় নাম লিখিয়েই সীমানা ছাড়িয়েছেন। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে এ ছবি। এতে উৎফুল্ল মেহজাবীন অনুরাগীরা। তবে মনের কোণে আক্ষেপ পুষে রেখেছিলেন তারা। তাদের বড় সাধ প্রিয় তারকার সিনেমা প্রেক্ষাগৃহে বসে দেখার। এবার সে আক্ষেপ ঘোচানোর দিন এসেছে। আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে মেহজাবীনের দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’। সংবাদমাধ্যমকে এ রকমই জানিয়েছেন প্রযোজনা সংশ্লিষ্টরা।
শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ অভিনেত্রীর দ্বিতীয় ছবি হলেও মুক্তি পেতে যাচ্ছে ‘সাবা’ চলচ্চিত্রের আগে। এরই মধ্যে ‘প্রিয় মালতী’ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির সনদও পেয়েছে। বোর্ড সদস্যরা ইউ গ্রেডে ছাড়পত্র দিয়েছেন। অর্থাৎ এটি সব বয়সের দর্শকের জন্য উন্মুক্ত। ‘প্রিয় মালতী’র নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। গল্পও শঙ্খ দাসগুপ্তর। চিত্রনাট্যে তার সঙ্গে হাত লাগিয়েছেন আবু সাঈদ রানা। ১৫ বছরের অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের সিনেমা হলে আসছেন মেহজাবীন চৌধুরী। ‘একটা সেলাই মেশিন কিনে দেন, নায়িকা শাবানার মতো সেলাই করতে করতে ফ্যাক্টরি দিয়া দিমু’ হাসতে হাসতেই মালতী তার স্বামীর কাছে আবদার করেন। এ সংলাপেই ট্রেলারে ধরা পড়লেন মালতী চরিত্রের অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দীর্ঘ অপেক্ষার পরে আজ ‘প্রিয় মালতী’ সিনেমাটির ট্রেলার প্রকাশ পায়। নাটক, সিরিজের এই অভিনেত্রী ভক্তদের কাছে ধরা দিলেন নতুন এক রূপে। হাসি-খুশিতেই চলছিল মালতীদের সংসার। সেই হাসি যেন হঠাৎ বিষাদে মিলিয়ে যায়। এরপরে শ্বাসরুদ্ধকর এক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় মালতীকে। সমাজের আর দশটা নিম্ন-মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের স্বপ্ন বুনছিলেন। এর মধ্যে আগুন লাগার ঘটনা আমূল পরিবর্তন করে দেয় তাদের জীবন। ট্রেলারে দেখা যায়, একটি অগ্নি দুর্ঘটনায় স্বামীকে হারানোর পরে তার লাশ খুঁজে পাওয়া যায় না। মেলে না সরকারি সহযোগিতা।

মোহাম্মদ আলী

×