ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

বিজয় দিবসে ‘আমার জন্মভূমি’

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২১:২২, ১৫ ডিসেম্বর ২০২৪

বিজয় দিবসে ‘আমার জন্মভূমি’

রিজিয়া পারভীন, পিয়াল হাসান ও দিঠি আনোয়ার

মহান বিজয় দিবস উপলক্ষে আজ সোমবার বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘আমার জন্মভূমি’। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন রিজিয়া পারভীন, পিয়াল হাসান ও দিঠি আনোয়ার। অনুষ্ঠানটি প্রচার হবে সন্ধ্যা সাতটার পর। সব গানই গাজী মাজহারুল আনোয়ারের লেখা। রিজিয়া পারভীন বলেন, সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। শ্রদ্ধেয় গাজী ভাইয়ের লেখা ও সুর করা ‘আমাকে জানতে চেওনা’ গানটি মূলত বিজয় দিবসে প্রচারের জন্যই রেকর্ড করলাম। আশা করছি শ্রোতা-দর্শকের ভালো লাগবে। দিঠি আনোয়ার বলেন, আব্বুর গানের কথার মাঝে কী যে গভীরতা আছে, কী যে ভালোলাগা আছে তা আসলে ভাষায় প্রকাশের নয়। আর দিঠি আনোয়ার কণ্ঠে শোনা যাবে ‘না জাগলে গাছের ডালে হাজার পাখির ঝাঁক’। পিয়াল হাসানের কণ্ঠে শেনা যাবে ‘এ মাটির মমতায়’ গানটি। অনুষ্ঠানটির গ্রন্থনা ও গবেষণায় আছেন পিয়াল হাসান। পরিচালনায় আছেন ফিরোজ।

মোহাম্মদ আলী

×