ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বলিউড তারকা বরুণ ধাওয়ান।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলিউড তারকা বরুণ ধাওয়ান তাকে ভারতের ‘হনুমান’উপাধি দিলেন।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, বরুণ ধাওয়ান নিজের সিনেমার প্রচারের উদ্দেশে্য দিল্লির একটি আলোচনা সভায় যোগ দেন। সেই সভায় ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
সেখানে অমিত শাহের উদ্দেশে বরুণ প্রশ্ন রাখেন, রাম ও রাবণের মধ্যে প্রধান পার্থক্য কী? উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাম নিজের দায়িত্ববোধ অনুযায়ী চলেন। অন্য দিকে রাবণ নিজের সুবিধা ও নিজের স্বার্থ অনুযায়ী কাজ করেন।
এই উত্তরে অভিভূত হয়ে বরুণ বলেন, ‘মানুষ আপনাকে রাজনীতির চাণক্য বলে। কিন্তু আমি বলব, আসলে আপনি দেশের হনুমান। কারণ আপনি নিঃস্বার্থ ভাবে দেশের সেবা করেন।
বরুণ আরও বলেন ‘অভিনেতারাও সংলাপ মুখস্থ করে এত স্পষ্ট কথা বলতে পারে না। কিন্তু আপনি কত সহজে স্পষ্ট উত্তর দিলেন। এর থেকেই বোঝা যায়, আপনি মন থেকেই কথাটা বললেন।’
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ভাইরাল হলে, নেটিজেনরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের দাবি, নিজের ছবির প্রচারের জন্যই বরুণ এই মন্তব্য করেছেন।
সাইদুর