ছবি: সংগৃহীত।
হায়দরাবাদের একটি প্রেক্ষাগৃহে পদপিষ্ট হওয়ার ঘটনায় দক্ষিণী সিনেমার সুপারস্টার অল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়েছিল। তবে, শুক্রবার তেলঙ্গানা হাইকোর্ট তাকে অন্তর্বর্তী জামিন প্রদান করে। যদিও জামিন পাওয়ার পরও তাকে সংশোধনাগারে এক রাত কাটাতে হয়েছিল। সেই রাতটি কেমন কাটিয়েছিলেন অল্লু?
তেলঙ্গানা সংশোধনাগারের একজন আধিকারিক জানিয়েছেন, অভিনেতাকে একটি সাধারণ খাবার দেওয়া হয়েছিল, যাতে ছিল ভাত এবং তরকারি। তার পক্ষ থেকে কোনও বিশেষ খাবারের চাহিদা ছিল না, এবং তিনি যে খাবার দেওয়া হয়েছিল, তা-ই গ্রহণ করেছিলেন। সংশোধনাগারে তার জন্য কোনো অতিরিক্ত সুবিধা চাওয়া হয়নি। তবে, আদালতের নির্দেশে তাকে অন্যান্য বন্দীদের থেকে আলাদা রাখা হয়েছিল। তাঁকে একটি আলাদা কক্ষে বসতে দেওয়া হয়েছিল, যেখানে একটি টেবিল ও চেয়ার ছিল।
এক পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়ে বলেন, “অল্লু খুবই স্বাভাবিক ছিলেন। তাকে দেখে কোনো ধরনের উদ্বেগ বা বিষণ্নতা মনে হয়নি। সাধারণত বিকেল সাড়ে পাঁচটায় রাতের খাবার দেওয়া হয়, এবং ওই দিনও তিনি ভাত ও তরকারি খেয়েছিলেন।”
অল্লু অর্জুনকে শুক্রবার সন্ধ্যায় সাড়ে ছটায় সংশোধনাগারে নিয়ে আসা হয় এবং পরদিন, শনিবার সকাল ৬টা ২০ মিনিটে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।
নুসরাত