ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

এবার ‘পিনিক’-এ প্রতিশোধের নেশায় মত্ত বুবলী!

প্রকাশিত: ১৮:২১, ১৫ ডিসেম্বর ২০২৪

এবার ‘পিনিক’-এ প্রতিশোধের নেশায় মত্ত বুবলী!

ছবি: সংগৃহীত

নিজেকে সু অভিনেত্রী হিসেবে জানান দিতে সময় নেননি শবনম বুবলী। শাকিব বলয়ের বাইরে এসেও প্রশংসিত হয়েছেন বারবার। এবার দেখা যাবে প্রতিশোধের নেশায় মত্ত বুবলীকে! 

সম্প্রতি পিনিক নামের একটি ছবিতে কাজ করছেন বুবলী। এতে তার বিপরীতে আছেন আদর আজাদ। সেখানেই বুবলীর চরিত্র এরকম বলে জানান সিনেমার পরিচালক জাহিদ জুয়েল ও প্রযোজক শিমুল খান।

শিমুল বলেন, ‘এমন বুবলীকে এর আগে কেউ দেখেনি। একেবারে নতুন, অন্য রকম একজন। পর্দায় তাঁকে দেখার পর যে কেউ চমকে যাবেন। এমনিতে আমাদের এই ছবির একটি চরিত্র ছাড়া সব কটিই নেগেটিভ। প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্প।’

‘পিনিক’ ছবির শুটিং শুরু হয় কক্সবাজার ও রামুতে। সে নভেম্বরের কথা। এদিকে মুক্তির অপেক্ষায় আছে বুবলী অভিনীত ছবি ‘জংলী’। এর আগে বুবলীর ‘দেয়ালের দেশ’ছবিটি বেশ প্রশংসিত হয়। 

শিহাব

×