ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

মমতার কট্টর সমর্থক গায়ক সুমন নিজেকে দাবি করলেন সমকামী

প্রকাশিত: ১৭:৩২, ১৫ ডিসেম্বর ২০২৪

মমতার কট্টর সমর্থক গায়ক সুমন নিজেকে দাবি করলেন সমকামী

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলা গানের জগতের অন্যতম চর্চিত নাম কবীর সুমন নিজেকে সমকামী বলে দাবি করলেন।তিনি আরো দাবি করে বলেন, ছোটবেলায় তিনি  ছিলেন‘হোমো-সেক্সুয়াল’ ।

 

সুন্দরী নারীদের জন্যই তার বেঁচে থাকা, সে-কথাও বহুবার বলতে শোনা গেছে।

উল্লেখ্য বাংলা গানের জগতের অন্যতম চর্চিত নাম কবীর সুমন। তার গান মানেই বিপ্লব। যে কারণে ভক্তদের কাছে তিনি গানওয়ালা। গানের আঙিনা পেরিয়ে রাজনীতির জগতেও চর্চিত নাম তিনি। সক্রিয় রাজনীতির অংশ না হলেও মমতার কট্টর সমর্থক। বয়স ৭৬-এর গণ্ডি পার করে ফেলেছেন। তার ব্যক্তিগত জীবন সবসময়ই থেকেছে আতসকাচের তলায়। কোনওকিছুতেই রাখঢাক নেই। পাঁচবার বিয়ে করেছেন, কিন্তু টেকেনি দাম্পত্য সম্পর্ক। 

 

ফুয়াদ

×