দেবচন্দ্রিমা
ভারতের জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তার জীবনের এক কঠিন অধ্যায় তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, তার বাবা জীবনের চাপ নিতে না পেরে আত্মহত্যা করেছিলেন। এই ঘটনাটি তার পরিবারের জন্য এক গভীর শোকের কারণ হলেও, এই পরিস্থিতি তাকে জীবনের প্রকৃত লড়াই শিখিয়েছে।
দেবচন্দ্রিমা বলেন, “বাবার মতো না হয়ে আমি শিখেছি কিভাবে জীবনে শুধু লড়াই করে বাঁচতে হয়। এই শিক্ষা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। তিনি ছিলেন আমাদের পরিবারের মূল স্তম্ভ, যিনি কখনো হাল ছাড়েননি।”
দেবচন্দ্রিমার মতে, তার মা তাকে আত্মবিশ্বাস এবং সাহসের পাঠ দিয়েছেন। জীবনের যেকোনো কঠিন পরিস্থিতিতে লড়াই করে টিকে থাকার মানসিকতা তার মায়ের থেকেই অর্জিত। এই শিক্ষাই তাকে আজকের অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে।
অভিনেত্রী আরও বলেন, জীবনে চাপ, হতাশা এবং সংগ্রাম থাকবেই। কিন্তু সেই চাপকে সামলে এগিয়ে যাওয়াই হলো প্রকৃত জীবনযুদ্ধ। দেবচন্দ্রিমার জীবনের এই সাহসী গল্প তার অনুরাগীদের মধ্যে নতুন অনুপ্রেরণা যোগাবে।
জাফরান