ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

তাঁরা শুধু কিংবদন্তি নন তাদের ভালোবাসার গল্প চিরন্তন:সায়রা বানু

অনলাইন রির্পোটার

প্রকাশিত: ১৬:২৩, ১৫ ডিসেম্বর ২০২৪

তাঁরা শুধু কিংবদন্তি নন তাদের ভালোবাসার গল্প চিরন্তন:সায়রা বানু

দিলীপ কুমার ও রাজ কাপুর

সায়রা বানু সম্প্রতি রাজ কাপুরের ১০০তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করে এক আবেগময় শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে রাজ কাপুর ও তাঁর প্রয়াত স্বামী দিলীপ কুমারের বন্ধুত্বের মুহূর্ত তুলে ধরেন তিনি। ভিডিওতে দুই কিংবদন্তিকে হাসতে, ক্রিকেট খেলতে এবং একে অপরের সঙ্গে সময় কাটাতে দেখা যায়।

সায়রা বানু তাঁদের পেশোয়ারে শৈশবের শিকড় এবং মুম্বাইয়ের চলচ্চিত্রজগতের ব্যস্ততার মধ্যেও অটুট থাকা বন্ধুত্বের গল্প শোনান। তিনি বলেন, তাঁদের বন্ধন জীবনের সমস্ত বাধা অতিক্রম করেছিল। রাজ কাপুরের রসবোধ এবং তাঁদের শেয়ার করা স্মৃতিগুলো তুলে ধরে তিনি বলেন, "তাঁরা শুধু কিংবদন্তি নন, একে অপরের কাছে ছিলেন ঘর।"

শ্রদ্ধার্ঘ্যের শেষে সায়রা বানু লেখেন, “তাঁদের বন্ধুত্ব এবং ভালোবাসার গল্প চিরন্তন। রাজ কাপুরজী-কে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করছি।

জাফরান

×