ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

নিজেকে নিয়ে বিস্ফোরক মন্তব্য কবীর সুমনের

অনলাইন রির্পোটার

প্রকাশিত: ১৬:১৮, ১৫ ডিসেম্বর ২০২৪

নিজেকে নিয়ে বিস্ফোরক মন্তব্য কবীর সুমনের

কবীর সুমন

বাংলা সঙ্গীতের কিংবদন্তি গায়ক কবীর সুমন সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজেকে সমকামী বলে দাবি করেছেন। তিনি জানান, ১৬ বছর বয়সে তিনি সমকামী ছিলেন, তবে পরবর্তীতে মহিলাদের প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করেন। 

কবীর সুমনের ব্যক্তিগত জীবন সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু। তিনি পাঁচবার বিয়ে করেছেন, তবে কোনো সম্পর্কই স্থায়ী হয়নি। সুন্দরী নারীদের প্রতি তার বিশেষ আকর্ষণ নিয়ে তিনি বহুবার মন্তব্য করেছেন। 

এছাড়া, তিনি বাংলাদেশের বুয়েট বিশ্ববিদ্যালয়ে ভারতীয় জাতীয় পতাকা অবমাননার ঘটনায় ফেসবুকে মন্তব্য করে আলোচনায় আসেন। তিনি বলেন, "পতাকার চেয়ে ভালোবাসা বড়," যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। নব্বইয়ের দশকের শেষে গায়কের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন মারিয়া। কিন্তু তার সঙ্গে ডিভোর্স হওয়ার আগেই বাংলাদেশের গায়িকা সাবিনা ইয়াসমিনকে বিয়ে করেন তিনি। তবে গায়কের অপর দুই স্ত্রীর পরিচয় রহস্যের আড়ালেই রয়েছে। তবে পাঁচটি বিয়ের কথা নিজের মুখেই জানিয়েছেন কবীর সুমন।

কবীর সুমনের এই স্বীকারোক্তি তার ব্যক্তিগত জীবন ও যৌন পরিচয় নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
 

জাফরান

×