ছবি: দীঘি
একসময় শিশুশিল্পী হিসেবে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া দীঘি এখন পরিণত নায়িকা। ছোটবেলার মিষ্টি হাসি আর সংলাপ দিয়ে দর্শকদের মন জয় করা এই তারকা বর্তমানে অভিনয়ে পুরোপুরি মনোনিবেশ করেছেন। ইতোমধ্যে তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে এবং সামনে রয়েছে আলোচিত কিছু প্রজেক্ট।
দীঘি জানিয়েছেন, আপাতত তার ফোকাস কেবল ক্যারিয়ারের দিকে। ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুজব ছড়ালেও তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, প্রেম বা বিয়ের চিন্তা তার মাথায় নেই। দীঘি বলেন, "আর প্রেম নয়, দীঘি একদম সিঙ্গেল এখন ক্যারিয়ার নিয়ে ভাবছি। বিয়েশাদি নিয়ে একদম ভাবছি না। অনেকেই লেখেন, আমি প্রেম করি। গুজবে কান দেবেন না। প্রেমে জড়ালে আমার মুখ থেকেই শুনবেন।"
শিশুশিল্পী থেকে নায়িকা হয়ে ওঠার এই যাত্রায় দীঘি যেন তার প্রতিভা আর কঠোর পরিশ্রম দিয়ে বাংলা চলচ্চিত্রে নিজেকে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করতে পারেন—এটাই তার ভক্তদের প্রত্যাশা।
জাফরান