ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

‘আমার পক্ষে ফারুকীকে নিয়ে কাজ করা সম্ভব না’

প্রকাশিত: ১৩:১৯, ১৫ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৫:০২, ১৫ ডিসেম্বর ২০২৪

‘আমার পক্ষে ফারুকীকে নিয়ে কাজ করা সম্ভব না’

সংবাদ সম্মেলনে ফারুকী ও তিশা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

উপদেষ্টা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলেন, আমি ডিরেক্টকর হলেও তাকে নিব না। ফারুকী একজন অ্যাকসপেনসিভ আর্টিস্ট। আমার পক্ষে তাকে নিয়ে কাজ করা সম্ভব না।

১৩ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘৮৪০’। তার আগে বুধবার (১১ ডিসেম্বর) আয়োজন করা হয় সিনেমাটির বিশেষ প্রিমিয়ার। সেখানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের বিশেষ ব্যক্তিবর্গরা। 

তিশা জানালেন, যে যেই কাজটি ভালোবেসে করে তার অবশ্য কোনো ধরাবাধা সময় থাকে না, ছুটিও থাকে না।’ ফারুকীকে বাসা থেকে খাবার দিয়ে দেন তিশা ।

সিনেমাটির বিশেষ প্রিমিয়ার প্রদর্শন করা হয় রাজধানীর মহাখালীতে। সেখানে ছবির সকল কলাকুশলীরা উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ আরও বিশেষ অতিথি হিসেবে ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। তারা সকলে এদিন ছবিটি উপভোগ করেন।

প্রিমিয়ার শেষে গণমাধ্যমের মুখোমুখি হন অন্তবর্তী সরকারের উপদেষ্টারা। ‘৮৪০’ প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দীর্ঘমেয়াদি ও সার্বজনীন লড়াই সেটা হল- সাংস্কৃতিক লড়াই। এই লড়াইটা ফারুকী ভাইয়েরা আগে থেকেই করে আসছিলেন। আশা করি, তার এই সিনেমাটি পূর্বের ‘৪২০’ নাটকের চেয়ে বেশি সাড়া জাগাবে।

তিশা বলেন, আগে উনি অফিস করেননি। এখন নিয়ম মেনে অফিস করতে হচ্ছে। তার কথা শেষ হতে না হতেই ফারুকী জানালেন, হ্যাঁ, আমি অফিস করছি সময় মতো। কিন্তু তা নয়টা পাঁচটা নয় সকাল ৭টা থেকে রাত ২টা পর্যন্ত।
 
‘৮৪০’ এ অভিনয় করেছেন এখনকার সময়ের জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন খান। এছাড়াও দেখা গেছে, ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বারী মম ও প্রান্তর দস্তিদারকেও। 
 

এসআর

×