ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

সম্পর্কের অবনতির ছাপ দুই দেশের সংস্কৃতি অঙ্গনেও

প্রকাশিত: ১১:৩২, ১৫ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১১:৩৩, ১৫ ডিসেম্বর ২০২৪

সম্পর্কের অবনতির ছাপ দুই দেশের সংস্কৃতি অঙ্গনেও

অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি তাকে কষ্ট দেয় এবং দুই দেশের মধ্যকার এই পরিস্থিতির জন্য রাজনীতিবিদরা দায়ী বলে জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে তার এ মতামত জানান অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।

তিনি বলেন, বাংলাদেশ-ভারতের বর্তমান পরিস্থিতির জন্য রাজনীতিবিদরা দায়ী। তারা তাদের স্বার্থ আদায়ের জন্যই দুই দেশের মধ্যকার সম্পর্ক খারাপ করে তুলেছেন। এটা রাজনীতির একটা দিক। এটার মাধ্যমে সমাজে যত ধরনের অশান্তি, ব্যবধান তৈরি করা যায়, তা করতে থাকো। আর মুনাফা লুটতে থাকো। ভোট লুটতে থাকো। 

অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বলেন, আমার ব্যক্তিগতভাবে রাগ-ঘৃণা কম। আমার মা-বাবা, স্কুল, নাটক-সিনেমার শিক্ষাগুরুরা আমাকে এর উল্টোটাই শিখিয়েছেন। সময় যেমনই হোক না কেন, সেই শিক্ষা আঁকড়েই চলতে চাই আমি। আমি হচ্ছি স্নেহের মানুষ, ভালোবাসার মানুষ, সহমর্মিতার মানুষ। কখনো প্রতিশোধপন্থী নই। ইতিহাসে যদি কোনো রক্ত লেগে থাকে, তাহলে আধুনিক সভ্যতার সবার কাজ সেই দাগ মুছে ফেলা।  কিন্তু রাজনৈতিক নেতারা সেটি মনে করেন না। তারা তো তাদের যে কাজ সেটি করে যাচ্ছেন।

দুই বাংলার জনপ্রিয় এ অভিনেতা সবশেষ নির্মাতা আশফাক নিপুণের বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর’-এ দেখা গেছে। এছাড়া অভিনেত্রী জয়া আহসানেরও কিছু সিনেমায় অভিনয় করেছেন অনির্বাণ। এ কারণে দুই বাংলাতেই পরিচিতি রয়েছে তার। সেই ধারাবাহিকতায় দুই দেশের মধ্যকার সম্পর্ক ও পরিস্থিতি নিয়ে কথা বললেন এ অভিনেতা।

এম হাসান

×