ছবি সংগৃহীত
দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ বক্স অফিসে রীতিমতো ঝড় তুলছে। মুক্তির পর মাত্র ৯ দিনের মধ্যে সিনেমাটি ভারতের বক্স অফিসে অর্জন করেছে ৭৬২ কোটি রুপি , যা আরেকটি চমকপ্রদ রেকর্ড সৃষ্টি করেছে। এই সিনেমার সাফল্যে কেবল দক্ষিণী সিনেমাই নয়, ভারতীয় চলচ্চিত্র শিল্পও অভিভূত।
পুষ্পা ২, সুকুমার পরিচালিত এবং আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা ও ফাহাদ ফাসিল অভিনীত এই সিনেমাটি গত সপ্তাহে মুক্তি পায়। এক সপ্তাহের মধ্যে ৭২৫.৮ কোটি রুপি সংগ্রহ করেছে। তার পরের দিনগুলোতে গত শুক্রবারেই সিনেমাটি একক দিনেই রেকর্ড ৩৬.২৫ কোটি রুপি আয় করেছে।
যত দিন যাচ্ছে, সিনেমাটির আয়ের পরিমাণ আরও বাড়ছে। প্রথম শুক্রবারের কিছুটা পড়তির পর, শনিবারে সিনেমাটি আয় করেছে ১১৯.২৫ কোটি রুপি এবং রবিবারে ১৪১.০৫ কোটি রুপি। এতে, ‘পুষ্পা ২’ ভারতের বক্স অফিসে এখন পর্যন্ত সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে।
হিন্দি বাজারে সিনেমাটি আয় করেছে ২৭ কোটি রুপি, তেলুগু বাজারে ৭.৫ কোটি, তামিল ভাষায় ১.৩৫ কোটি এবং কানাড়া ও মালায়লাম ভাষায় ছোট আয়ের সঙ্গে পুরো ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৭৬২.১ কোটি রুপি।
এদিকে, আন্তর্জাতিক বাজারে সিনেমাটি ইতিমধ্যেই ১০০০ কোটি রুপি আয় করেছে এবং পুষ্পা ২ এখন সবচেয়ে দ্রুত ১০০০ কোটি রুপি আয়কারী ভারতীয় সিনেমা। এই অর্জনটির মাধ্যমে সিনেমাটি প্রথম সপ্তাহেই ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ প্রথম সপ্তাহের আয় গড়েছে, ১১০৬ কোটি রুপি নিয়ে।
এখন সিনেমার লক্ষ্য ‘আরআরআর’-এর জীবনকালীন ব্যবসা ৭৮২.২ কোটি রুপি টপকানো।যা তৎকালীন ৩টি সুপারস্টার জুনিয়র এনটি আর, রাম চরণ ও রাজামৌলি পরিচালিত সিনেমার ব্যাপক সফলতা। বক্স অফিসে ‘পুষ্পা ২’ এর ধারাবাহিক সাফল্য তাকে সেই লক্ষ্যে আরও কাছে নিয়ে যাবে।
আশিকুর রহমান