ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

পাওয়া গেল মাইকেল জ্যাকসনের অমূল্য ১২ টি গানের ক্যাসেট

প্রকাশিত: ০৪:৩৩, ১৫ ডিসেম্বর ২০২৪

পাওয়া গেল মাইকেল জ্যাকসনের অমূল্য ১২ টি গানের ক্যাসেট

কিংবদন্তি পপ তারকা মাইকেল জ্যাকসন

যুক্তরাষ্ট্রের ভেন্টুরা কাউন্টির একটি পরিত্যক্ত স্টোরেজ ইউনিট থেকে সম্প্রতি উদ্ধার করা হয়েছে কিংবদন্তি পপ তারকা মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত ১২টি গানের ক্যাসেট। এই গানগুলো ১৯৮৯ থেকে ১৯৯১ সালের মধ্যে রেকর্ড করা হয়েছিল। যা মাইকেল জ্যাকসনের সৃষ্টিশীল সময়ের একটি দুর্লভ প্রতিচ্ছবি উপস্থাপন করছে। 

এটি একটি অবিশ্বাস্য আবিষ্কার। যা ঘটিয়েছেন প্রাক্তন ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল অফিসার গ্রেগ মুসগ্রোভ। তিনি শখের বসে ‘ট্রেজার হান্টিং’ বা লুকানো মূল্যবান সামগ্রী খোঁজার অভিযান শুরু করেছিলেন। সেই অভিযানে ব্রায়ান লরেন এর পুরাতন স্টোরেজ ইউনিটটি খুঁজে পান। ব্রায়ান লরেন ছিলেন একজন খ্যাতনামা সংগীত প্রযোজক, যিনি মাইকেল জ্যাকসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। 

স্টোরেজ ইউনিট থেকে উদ্ধার হওয়া গানের মধ্যে রয়েছে ‘ডোন্ট বিলিভ ইট’, ‘সন অব থ্রিলার’, ‘ট্রুথ অন ইয়োথ’ গানগুলো মাইকেল জ্যাকসনের বিখ্যাত ‘ডেঞ্জারাস’ অ্যালবাম প্রকাশের পূর্ববর্তী সময়ে রেকর্ড করা হয়। এই গানগুলোর মাধ্যমে মাইকেল একাধিক সংগীত ধারায় পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিলেন। 

এতগুলো অপ্রকাশিত গান উদ্ধার হওয়ার পর গ্রেগ মুসগ্রোভ মাইকেল জ্যাকসনের এস্টেটের সঙ্গে যোগাযোগ করেন। তবে এস্টেট জানিয়ে দিয়েছে, তারা এই ক্যাসেট কপির মালিক নয় কিন্তু মূল মাস্টার রেকর্ডিংগুলোর স্বত্ব তাদের কাছে সংরক্ষিত রয়েছে। এর ফলে গানগুলো জনসমক্ষে প্রকাশ করা আইনি জটিলতার মুখে পড়েছে। যদিও এস্টেট গানগুলো কেনার আগ্রহ দেখায়নি। তারা বাণিজ্যিক ব্যবহারের অধিকার সংরক্ষণ করেছে। 

গ্রেগ মুসগ্রোভ ও তার আইনজীবী বর্তমানে এই অপ্রকাশিত গানের সম্ভাব্য বিক্রির বিষয়টি নিয়ে আলোচনা করছেন। 

আশিকুর রহমান

×