ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

নায়িকাকে জোর করে চুমু খান অমিতাভ বচ্চন!

প্রকাশিত: ০২:৫২, ১৫ ডিসেম্বর ২০২৪

নায়িকাকে জোর করে চুমু খান অমিতাভ বচ্চন!

ছবি সংগৃহীত

অমিতাভ বচ্চন যিনি বলিউডে ‘অ্যাংরি ইয়ং ম্যান’ হিসেবে পরিচিত। জীবনের এক সময় বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে। এই ঘটনা ঘটেছিল একটি সিনেমায় একসঙ্গে কাজ করার সময়।

সেই সিনেমার শুটিং চলাকালীন অমিতাভ এবং অমৃতার মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল। কাজ শেষে একটি পার্টিতে তাদের বন্ধুত্ব নিয়ে গুঞ্জন আরও তীব্র হয়। পার্টিতে অমৃতা সিংয়ের দৃষ্টি পড়ে অমিতাভের বন্ধু ড্যানি ডেনজংপার ওপর। ড্যানির সঙ্গে নাচতে নাচতে বেশ ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন অমৃতা।

অমৃতার এই আচরণে ঈর্ষান্বিত হন অমিতাভ। তিনি নাকি এরপর অমৃতাকে নিজের কাছে টেনে এনে জোর করে চুমু খান। পার্টিতে উপস্থিত কয়েকজনের সামনে এই ঘটনা ঘটে।

পরদিন এই ঘটনা মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিসফাসের কারণ হয়ে ওঠে। মেকআপ রুম থেকে ড্রাইভারদের আড্ডায়, সর্বত্র এই ঘটনা আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। তবে বচ্চন পরিবার সেই সময় বিতর্কটি ধামাচাপা দেয়।

পরে শোনা যায়, অমিতাভ এই ঘটনায় অমৃতার কাছে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু এটি সেই সময়ের অন্যতম রসালো গসিপ হিসেবেই রয়ে গেছে।

 

আশিকুর রহমান

×