ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

অফিসে যাওয়ার সময় ফারুকীকে বাসা থেকে খাবার দিয়ে দেই:তিশা

প্রকাশিত: ২১:০০, ১৪ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২১:০১, ১৪ ডিসেম্বর ২০২৪

অফিসে যাওয়ার সময় ফারুকীকে বাসা থেকে খাবার দিয়ে দেই:তিশা

মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা

সম্প্রতি ফারুকীর রাজনৈতিক স্যাটায়ার ”৮৪০”সিনেমা নিয়ে কথা বলতে গণমাধ্যমের সামনে আসেন উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সেখানে এক প্রশ্নের জবাবে তিশা বলেন, অফিসে যাওয়ার সময় ফারুকীকে বাসা থেকে খাবার দিয়ে দেই। সে দেশের জন্য, মানুষের জন্য কাজ করছে।

তিশাকে প্রশ্ন করা হয়, উপদেষ্টা হওয়ার পর ফারুকীর কী কী পরিবর্তন হয়েছে ? জবাবে তিশা বলেন ফারুকী জীবনে অফিস করত না এখন তাকে অফিস করতে হয় এমনকি শুক্রবার ,শনিবারও কাজ করে। যখন একজন মানুষ তার জবকে পছন্দ করে, ভালোবাসে এবং সে দেশের জন্য কিছু করতে চায় ,তার জন্য নয়টা, না পাঁচটা অফিস নাকি শুক্র শনিবার অফিস সেটা দেখার বিষয় না। কারণ সে দেশের জন্য, মানুষের জন্য কাজ করে।

তিশা আরও বলেন, “৮৪০” নিয়ে আমাদের অনেক স্বপ্ন । আমাদের ভবিষ্যতে অনেক প্ল্যান আছে ম্যাচ পিপলের কাছে চেষ্টা করছি আমাদের এইট ”৮৪০” পৌঁছে দেওয়ার জন্য। এই পৌঁছে দেওয়ার জন্য আমরা আসলে অনেক নতুন নতুন পদক্ষেপ অনুসরণ করছি সুতরাং আমাদের সাথে থাকবেন তাহলে আমরা আরো অনেক ভালো ভালো সিনেমা আপনাদেরকে উপহার দিতে পারব।

 

সাইদুর

×