নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া বলেন আমাকে যদি পৃথিবীতে কেউ বলে একদিনের জন্য তুমি যা খুশি তাই করতে পারবে, তাহলে নুসরাত বলতে চায় আমি খাব কিন্তু মোটা হব না।
নুসরাত ফারিয়া আরো বলেন আমার খাবার ভীষণ পছন্দ। কিন্তু আমাকে কন্ট্রোল করে থাকতে হয়। নুসরাত ফারিয়া আরও বলেন যে ব্যক্তি তার জীবকে কন্ট্রোল করতে পারবে যত বেশি সে তার জীবনে সাফল্য পাবে তত বেশ।
নুসরাত ফারিয়া বলেন আমার মধ্যে লোভ জিনিসটা একেবারেই কাজ করে না। ফারিয়া বলেন আমার জন্য যেটা বরাদ্দ সেটা নিয়ে আমি থাকতে পছন্দ করি। এক প্রশ্নের উত্তরে নুসরাত ফারিয়া উত্তর দেন যে তার সাফল্য তার বাবা-মাকে কিভাবে প্রভাবিত করে, তখন নুসরাত ফারিয়া বলেন তার সাফল্য তার বাবা-মা ভাই বোন খুব সাধারণভাবেই নিয়ে থাকেন।
নুসরাত ফারিয়া আরো বলেন তার বাবা-মা তার সাথেই থাকে এবং তার বাবা-মা মনে করেন সব ধরনের সাফল্যের জন্যই নুসরাত ফারিয়া প্রযোজ্য। এ কারণে কোন সম্মাননা নুসরাত ফারিয়ার কারণে যখন তার বাবা-মা পেয়ে থাকেন এটা তাদেরকে খুব একটা ভাবিয়ে তোলে না।
তারা এটাকে খুব স্বাভাবিকভাবে গ্রহণ করেন নুসরাত ফারিয়া বলেন। আমার সাফল্য হলো আমি আমার নিজ বাড়িতে আমার বাবা মাকে নিয়ে থাকছি। এটাই আমার জীবনের সবচাইতে বড় সাফল্য।
নুসরাত ফারিয়া বলেন তার বাবা-মা এই বিষয়টাতে ভীষণ শক্তভাবে অবস্থান নিয়েছিলেন, কিন্তু যখন দেখলেন নুসরাত ফারিয়া এ কাজটাকে সৎ ভাবে সুন্দর ভাবে গুছিয়ে করতে পারছে, তখন এ ব্যাপারটার গ্রহণযোগ্যতা তার বাবা-মার কাছ থেকে নুসরাত ফারিয়া পায়।
এবং একই সাথে তার ছোট বোন যখন কাজ করা শুরু করে তার ছোট বোনকেও তার বাবা-মা একইভাবে সে গ্রহণযোগ্যতা দেন। তবে সে ক্ষেত্রে নুসরাত ফারিয়া মিডিয়া যেহেতু প্রথম এসেছেন তার জন্য এ ব্যাপারটা ভীষণ কঠিন ছিল তার বাবা-মাকে রাজি করানোর জন্য।
আর কে