আল্লু অর্জুন ও রামগোপাল
কুম্ভমেলাতেও উপচে পড়া ভিড় দেখা যায়। সেখানে কারও পদপিষ্ট হয়ে মৃত্যু হলে কি ঈশ্বরকে গ্রেফতার করা হবে? প্রশ্ন তুললেন পরিচালক
পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় অভিনেতা আল্লু অর্জুনকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন তেলঙ্গানা হাইকোর্ট। এর আগে হায়দরাবাদের নিম্ন আদালত আল্লুকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। গ্রেপ্তারকে চ্যালেঞ্জ জানিয়ে এফআইআর খারিজের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। সেখানে তার আবেদন মঞ্জুর হয়েছে।
এই ঘটনা নিয়ে এ বার প্রশ্ন তুললেন বলিউড পরিচালক রামগোপাল বর্মা। তাঁর সাফ কথা, কুম্ভমেলাতেও উপচে পড়া ভিড় দেখা যায়। সেখানে কারও পদপিষ্ট হয়ে মৃত্যু হলে কি ঈশ্বরকে গ্রেফতার করা হবে? এক রাত কারাবাস করে শনিবার সকালে বাড়ি ফেরেন অল্লু। এই দিনই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানান রামগোপাল। অল্লুকে সমর্থন করে তিনি কয়েকটি প্রশ্ন তোলেন।
রামগোপালের প্রশ্ন, “কুম্ভমেলা বা ব্রাহ্মোৎসবে যদি কেউ পদপিষ্ট হন, তা হলে কি ঈশ্বরকে গ্রেফতার করা হবে? দ্বিতীয়ত, রাজনৈতিক জমায়েতে পদপিষ্ট হয়ে কারও মৃত্যু হলে রাজনৈতিক নেতাদের গ্রেফতার করা হবে তো?” আরও দুটি প্রশ্ন তুলেছেন পরিচালক। তিনি লিখেছেন, “চলচ্চিত্র সংক্রান্ত কোনও অনুষ্ঠানে কেউ পদপিষ্ট হলে কি নায়ক-নায়িকা দু’জনকেই গ্রেফতার করা হবে? পুলিশ ও আয়োজক ছাড়া আর কে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে!”
উল্লেখ্য, নারীর মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় শোক প্রকাশ করেছেন আল্লু। এ ঘটনার তার পরিবারকে অভিনেতা ২৫ লাখ টাকাও দেওয়ার আশ্বাস দিয়েছেন। আর আহত শিশুর চিকিৎসার দায়িত্বও নিয়েছেন।
আর কে