আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা
ভারতের হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদদলিত হয়ে একজনের মৃত্যুর ঘটনায় দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুনকে শুক্রবার সকালে গ্রেপ্তার করে পুলিশ। এরপর পুরো দিনজুড়ে তাকে নিয়ে চলে থানায় এবং আদালতে নানা প্রক্রিয়া। দিন শেষে অবশ্য অন্তর্বর্তীকালীন জামিন পান এই অভিনেতা।
তবে এমন একটি বড় ঘটনা ঘটার পরেও আল্লুর সহ-অভিনেত্রী ও ‘পুষ্পা’ ছবির নায়িকা রাশমিকা মান্দানার নিরবতা ভক্তদের মধ্যে কৌতূহলের জন্ম দেয়। পরে অবশ্য তিনি এ নিয়ে কথা বলেছেন।
এক ইনস্টাগ্রাম পোস্টে রাশমিকা লিখেছেন, "এসব দেখে আমি স্তম্ভিত। যেন বিশ্বাসই করতে পারছি না। যে ঘটনাটি ঘটেছিল, তা অত্যন্ত দুঃখজনক। তবে সবচেয়ে বেশি খারাপ লাগছে কীভাবে সব দোষ একজন মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। এই ঘটনার জন্য আমি গভীরভাবে মর্মাহত।"
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা টু’-এর প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারীর মৃত্যু হয়। সেই ঘটনার জেরে হায়দরাবাদ পুলিশ একটি অভিযোগ দায়ের করে। এর ভিত্তিতেই শুক্রবার সকালে আল্লু অর্জুনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আল্লুসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। একই দিন সন্ধ্যা থিয়েটারের কর্ণধারসহ আরও দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে পরে আদালত আল্লু অর্জুনসহ সব অভিযুক্তকেই অন্তর্বর্তী জামিন দেয়।
নাহিদা