ছবি: সংগৃহীত
কয়েক বছর আগেও ইন্ডাস্ট্রির মধ্যে রটেছিল কলকাতার ছোটপর্দার অভিনেত্রী মানসী সেনগুপ্ত ও তার স্বামীর বিচ্ছেদের খবর। এমনকি তার আভাস দিয়েছিলেন তিনি নিজেই দিদি নম্বর ১ শোতে এসে। সেই সময় শুটের জন্য মানসী ছিলেন মুম্বাইতে। অভিনেত্রীর দাবি ছিল, দূরত্বই নাকি তার সংসার ভাঙার কারণ।
সেই সময় রচনা বন্দ্যোপাধ্যায়ের রিয়েলিটি শো দিদি নম্বর ১-এ এসে মানসী জানান, ‘স্বামীর প্রতি টান অনুভব করি না’। মুম্বাইতে তাকে দেখা যায় বান্নি চাও হোম ডেলিভারিতে, যা ছিল বাংলার খুকুমণি হোম ডেলিভারির রিমেক। কাজ করেন মো সে ছল কিয়া যায়ে নামে একটি ধারাবাহিকেও।
সম্প্রতি 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিক থেকে সরে গেলেন অন্তঃসত্ত্বা মানসী সেনগুপ্ত। হাইরিস্ক প্রেগন্যান্সির কারণে ধারাবাহিক নিম ফুলের মধু থেকেও দূরে সরে গেছেন তিনি।
আনন্দবাজার সূত্রে জানা গেছে, অভিনেত্রী মানসী সেনগুপ্ত আপাতত বিশ্রামে রয়েছেন। তাই সহসাই শুটিং সেটে ফিরবেন না তিনি? কদিন আগেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ পেয়েছে। সে কারণে বর্তমানে প্রচারচলতি দুটি ধারাবাহিকে কাজ করছেন তিনি। নিম ফুলের মধুর পাশাপাশি সদ্য যোগ দেন 'কোন গোপনে মন ভেসেছে' টিমে।
এদিকে হাইরিস্ক প্রেগন্যান্সি থাকায় সপ্তাহখানেক আগেই শুটিং ফ্লোর থেকে সোজা হাসপাতালে ছুটতে হয়েছিল তাকে। সেখান থেকে আপাতত নিজের বাড়িতেই পূর্ণ বিশ্রামে রয়েছেন মানসী।
শিহাব