ছবি: সংগৃহীত
সাহসী রুনা খান এবার ধুয়ে দিলেন সাংবাদিকদের। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘অন্যদেরটা ভাইরাল হয়না, আমারটা হয়, সেটার দায় তো আমার না! আপনারা দুইবছর একই প্রশ্ন করে যাচ্ছেন অকারনে এবং ভুলভাবে বিষয়টার ব্যাখ্যা করছেন। আমি মডেল হিসেবে কাজ করছি, এখানে আমার আরও পাচজন সহকর্মী মডেল হিসেবে কাজ করছে।’
প্রতিনিয়তই নিজেকে নতুনভাবে মেলে ধরছেন এই অভিনেত্রী। বয়স চল্লিশের কোটায় থাকলেও মডেলিং কোনো বাধা নয় তাঁর কাছে। পোশাকের ব্যাপারে বারবার সাহসী হয়ে ওঠেন তিনি। কখনো বাঙালি সাজে আবার কখনো ওয়েস্টার্ন পোশাকে সামাজিক মাধ্যমের পাতায় চোখ রাখলেই ভেসে আসে রুনা খানের ‘আবেদনময়ী’ অবতার। একটি ম্যাগাজিনের কাভার মডেল হিসেবে সম্প্রতি কাজ করেছেন রুনা। সেই ছবি নিয়েই সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। এ নিয়ে মোটেই চিন্তিত নন রুনা। তিনি বলেন, ‘পোশাক কারও শালীনতা ধরে রাখে না। যে আপারা বেশি সততার আশ্রয় নেন, পর্দার বাইরে তারাই বেশি অসৎ কাজ করেন কাজ পাওয়ার জন্য।’
একটি সাক্ষাৎকারে তিনি সাংবাদিকদের প্রতি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, “অভিনয়শিল্পীরা ভাইরাল হতে চান না। আপনারাই তাদের ভাইরাল করেন, কারণ এটি আপনাদের রুজিরুটির একটি অংশ। আপনাদের ভিউজ দরকার, টিআরপি দরকার।
রুনা খান আরও বলেন যে শিল্পীরা তাদের কাজ ও প্রতিভার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করতে চান, ভাইরাল হওয়ার প্রতিযোগিতা তাদের লক্ষ্য নয়। তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, শিল্পীদের কাজকে সম্মান দিয়ে উপস্থাপন করার জন্য এবং শুধুমাত্র ভিউস বা টিআরপির পেছনে না দৌড়ানোর জন্য।
শিহাব