ছবি: সংগৃহীত।
নতুন খবরটি একেবারে বড়দিনের আগে এল। অভিনেত্রী কোয়েল মল্লিক, যিনি সম্প্রতি দ্বিতীয়বার মা হয়েছেন, শনিবার সকালে সমাজমাধ্যমে এই আনন্দের খবর প্রকাশ করেন। কোয়েল এবং তার প্রযোজক স্বামী নিসপাল সিংহ রানে এই খুশির মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
এটি রানে পরিবারে এক বিশেষ মুহূর্ত, কারণ বড়দিনের আগেই লক্ষ্মী আসলেন তাদের ঘরে। প্রযোজক নিসপালের মুখে চওড়া হাসি, আর তাঁর পরিবারে খুশির জোয়ার বইছে। কোয়েল, যিনি চলচ্চিত্র জগতে ‘মিতিন মাসি’ হিসেবে পরিচিত, পুজোর সময় প্রথম ঘোষণা করেছিলেন যে তিনি আবারও মা হচ্ছেন। সেই থেকেই রঞ্জিত মল্লিক এবং রানে পরিবারের মধ্যে কন্যাসন্তানের আগমনের ‘কাউন্টডাউন’ শুরু হয়ে গিয়েছিল। কোয়েলের ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই সুখবরের জন্য। বর্তমানে, সদ্যোজাত কন্যা সুস্থ রয়েছে এবং কোয়েলও ভালো আছেন।
কন্যাসন্তান হওয়ার খবর প্রকাশ্যে আসতেই বাংলা বিনোদন জগতের তারকারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এর আগে, কয়েক মাস আগে, প্রযোজক এবং অভিনেতা জিৎ দ্বিতীয়বার বাবা হয়েছেন, তাঁর ঘরে এসেছে পুত্র। কোয়েলও এখন কন্যা সন্তান লাভ করলেন, এবং জিৎ এই সুখবর পাওয়ার পর কোয়েল এবং নিসপালকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অধিকাংশ হিট ছবির সহশিল্পী কোয়েলকে।
এটি কোয়েল এবং নিসপাল রানের জীবনের একটি বিশেষ মুহূর্ত, এবং তাদের পরিবারের এই আনন্দের খবর বিনোদন জগতের আরও অনেকেই উদযাপন করছেন।
নুসরাত