ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

বাংলাদেশের খবরে ক্ষুব্ধ ঋতুপর্ণা

প্রকাশিত: ১২:৪৫, ১৪ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের খবরে ক্ষুব্ধ ঋতুপর্ণা

গেল জুলাইতে ঋতুপর্ণাকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দেন নির্মাতা রাশিদ পলাশ।ছবির নাম “তরী”।ইতোমধ্যে কয়েক দফায় শুটিংয়ের কাজ শেষ হলেও দ্বিতীয় দফার কাজ আটকে আছে।

 

পুরো কাজ শেষ না হতেই বাধে বিপত্তি।বাংলাদেশের ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তের পরিবর্তে দেখা যাবে শ্রীলেখা মিত্রকে। ঠিক এমন একটি খবর গত কদিন ধরে আসছে এদেশের মিডিয়ায়। বিষয়টি সঠিক নয় বলে দাবি করেছেন ঋতুপর্ণা, হয়েছেন ক্ষুব্ধ। 

অভিনেত্রীর মতে, বাদ তিনি পড়তে পারেন না, কারণ তিনি ছবিটিতে কাজ করবেনই—সেই সিদ্ধান্তে কখনও পৌঁছাননি। পাশাপাশি তিনি চিত্রনাট্যে কিছু বদল চেয়েছিলেন। যার ফলে কোনো চুক্তিও হয়নি।

ঋতুপর্ণা বলেন, এই ছবির জন্য আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু আমি কিছু ফাইনাল করিনি। চিত্রনাট্যে আমি কিছু পরিবর্তন চেয়েছিলাম, আমায় আবারও নতুন করে স্ক্রিপ্ট পাঠানোর কথা ছিল। যেটা ওঁরা কেউ পাঠাননি। আমি জানিয়ে দিয়েছিলাম, চিত্রনাট্য সঠিক না হলে, আমি কোনো মতেই কাজ করার জায়গায় থাকব না। তাই আমার সঙ্গে কোনো চুক্তি হয়নি। আমি ছবিটার জন্য রাজি হইনি কখনোই। তাই নেওয়া বা বাদ দেওয়া, দুই প্রসঙ্গই উঠতে পারে না।

 

 

ফুয়াদ

×