ছবি: সংগৃহীত
কলকাতায় পা রেখেই তাঁর গলায় শোনা গেল বাংলাদেশ নিয়ে চিন্তার সুর। শুক্রবার (১৩ ডিসেম্বর) একটি কাজে কলকাতায় এসেছিলেন কঙ্গনা রানাউত। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস জেলবন্দি নিয়ে নাকি উত্তাল পরিস্থিতি বাংলাদেশে! একের পর এক হিন্দুদের আক্রমণ হওয়ার গুজব প্রকাশ্যে আসছে। সেই গুজবে এবার গা ভাসালেন কঙ্গনা। আর এই পরিস্থিতিতেই বাংলাদেশ নিয়ে মুখ খুললেন গুজবপ্রেমী এই অভিনেত্রী। বললেন, তিনি কী ভাবছেন বাংলাদেশ নিয়ে।
বিমানবন্দরে নেমে কঙ্গনা বলেন, 'বাংলাদেশে যা হচ্ছে, হিন্দুদের জন্য তা রীতিমতো চিন্তার। ওখানে হিন্দুদের হত্যা করা হচ্ছে, সাধু-সন্তদের যে দুর্দশা হচ্ছে সেটা আমাদের সবার জন্য ভীষণ চিন্তাজনক। কিন্তু এইসব নিয়ে এখানে কোনও আন্দোলন হচ্ছে না। 'অল আইজ অন বাংলাদেশ' বলে সোশ্যাল মিডিয়ায় কোনও আন্দোলন হচ্ছে না। সেটাও আমায় খুব ভাবাচ্ছে। এটুকুই বলতে পারি যে এই কঠিন পরিস্থিতিতে আমি বাংলাদেশের সঙ্গে রয়েছি। ওখানে যে হিন্দুরা রয়েছেন তাঁদের সঙ্গে সম্পূর্ণভাবে রয়েছি। জয় শ্রী রাম। শ্রীকৃষ্ণ ওঁদের রক্ষা করুন'।
শিহাব