ছবি: সংগৃহীত।
গত সপ্তাহে মুক্তি পেয়েছে পুষ্পা ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমা “পুষ্পা ২: দ্যা রুল”, যা বৃহস্পতিবার বড় পর্দায় দর্শকদের সামনে আসে। এর আগেই, বুধবার, সিনেমাটির পেইড প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল কিছু নির্বাচিত জায়গায়। ওই প্রিমিয়ারে অংশ নিতে এসে এক নারী তার স্বামী এবং সন্তানের সঙ্গে সিনেমা দেখতে যান। কিন্তু সেসময় হঠাৎ করেই উপস্থিত হন জনপ্রিয় অভিনেতা আল্লু আর্জুন। তাকে এক নজর দেখার জন্য দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়, এবং এই উত্তেজনার ফলে পদপিষ্ট হয়ে ওই নারী নিহত হন। এর পর ওই নারীর পরিবার আল্লু আর্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এ ঘটনার ৮ দিন পর, অভিনেতাকে গ্রেপ্তার করা হয়। তবে, গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর, শুক্রবার সন্ধ্যায় তাকে জামিন প্রদান করে তেলেঙ্গানা হাইকোর্ট। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস থেকে জানা গেছে, জামিন পাওয়ার পরও তাকে চঞ্চলগুড়া জেলে স্থানান্তর করা হয়, যেখানে তাকে ওই রাতে থাকতে হয়।
জেল থেকে মুক্তির পর, আল্লু আর্জুন একটি বিবৃতি দেন। কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি বলেন, ‘‘আমি সবসময় আইন মেনে চলি এবং এই ঘটনাতেও সম্পূর্ণ সহযোগিতা করতে চাই। সেই পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল।’’
এই ঘটনার পর, আল্লু আর্জুনের প্রতি জনসাধারণের মনোভাব মিশ্রিত হয়েছে, যেখানে একদিকে তার প্রতি সহানুভূতির প্রকাশ দেখা যাচ্ছে, অন্যদিকে নিরাপত্তা ও জনসচেতনতা নিয়ে প্রশ্ন উঠছে।
নুসরাত