ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রাহায়ণ ১৪৩১

‘নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না’, অল্লুর গ্রেফতারি নিয়ে রশ্মিকা

প্রকাশিত: ২২:৩৭, ১৩ ডিসেম্বর ২০২৪

‘নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না’, অল্লুর গ্রেফতারি নিয়ে রশ্মিকা

অল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনা। ছবি: সংগৃহীত।

১৩ ডিসেম্বর সকালে অল্লু অর্জুনের বাড়িতে পুলিশি হানা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। সারা দিন আদালতে দড়ি টানাটানি চলার পর অবশেষে অভিনেতা অন্তর্বতী জামিন পান। অনেকেরই কৌতূহল ছিল, এত বড় একটা ঘটনা ঘটল অল্লুর সঙ্গে, অথচ পর্দার শ্রীবল্লী, অর্থাৎ পুষ্পা ছবির অভিনেত্রী রশ্মিকা মন্দনা চুপ কেন? অবশেষে তিনি মুখ খুলেছেন।

রশ্মিকা তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করে লেখেন, "এটা কী দেখছি আমি! বিশ্বাস করতে পারছি না। যে ঘটনা সে দিন ঘটেছিল তা সত্যিই বেদনাদায়ক। এটা দেখে খুব খারাপ লাগছে যে, কীভাবে সব দোষ একজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। দুটো ঘটনা নিয়েই আমি মর্মাহত।"

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা ২ ছবির প্রিমিয়ারের সময় পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। এই ঘটনাটি নিয়ে হায়দরাবাদ পুলিশ একটি এফআইআর দায়ের করে। শুক্রবার সকালে অল্লু অর্জুনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মোট সাত জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল, যার মধ্যে অল্লু একজন। শুক্রবার তার পাশাপাশি আরও দুজনকে গ্রেফতার করা হয়, যার মধ্যে একজন হলেন সন্ধ্যা থিয়েটারের মালিক। বাকি অভিযুক্তদেরও হাই কোর্ট অন্তর্বর্তী জামিন দিয়েছে।

পুষ্পা ২ ছবির প্রিমিয়ারে ওই নারীর মৃত্যুর ঘটনা, বিশেষ করে এমন একটি বড় ছবির প্রচারের সময় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। অনেকেই ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থার আহ্বান জানিয়েছেন।

নুসরাত

×