৫০ হাজার টাকার বন্ডে স্বাক্ষরের বিনিময়ে গ্রেপ্তারের চার ঘন্টার পরই জামিনে মুক্তি পেয়েছেন ভারতের তেলেগু সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন।
শুক্রবার বিকালে তেলঙ্গানা হাইকোর্টের বিচারপতি জে শ্রীদেবী ৫০ হাজার টাকার বন্ডে আল্লুর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার সকালে আল্লুকে গ্রেপ্তার করে হায়দ্রাবাদ পুলিশ। পরে হায়দ্রাবাদের নিম্ন আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। গ্রেপ্তারকে চ্যালেঞ্জ জানিয়ে এফআইআর খারিজের আবেদন নিয়ে হাইকোর্টে আবেদন করেন অভিনেতা।
উল্লেখ্য গত ৪ ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে আয়োজন করা হয়েছিল ‘পুষ্পা ২’ এর বিশেষ প্রিমিয়ারের। যেখানে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার মানুষ। ভিড় এতটাই যে পুলিশকে ভিড় সামাল দিতে মৃদু লাঠিচার্জও করতে হয়েছিল। সেখানেই স্বামী এবং সন্তানের সঙ্গে সিনেমা দেখতে যান এক নারী। তখন সেই থিয়েটারে আচমকাই হাজির হন সিনেমার নায়ক আল্লু অর্জুন। তাকে একবার দেখার নেশায় হুড়োহুড়ি পড়ে যায়। তাতেই পদপিষ্ট হয়ে মারা যান সেই নারী।
ফুয়াদ