দারুণ সময় কাটছিল ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের। এই তারকা অভিনীত ‘পুষ্পা-টু : দ্য রুল’ ছবিটি মুক্তি পায় গত সপ্তাহে। সিনেমাটি বক্স অফিসে দারুণ আলোড়ন তোলে। সেই সুবাদে সাফল্যের জোয়ারে ভাসছিলেন আল্লু। তবে সেই সময়ের মাঝে দুঃসংবাদটি এলো শুক্রবার। এদিন আল্লুকে গ্রেপ্তার করেছে হায়দরাবাদ পুলিশ। পুষ্পা-টু : দ্য রুল ছবির প্রিমিয়ারের প্রিমিয়ারের এক নারী পদদলিত হওয়ার ঘটনায় তাকে আটক করা হয়েছে। হায়দরাবাদের চিক্কাদপল্লী থানার পুলিশ অফিসারদের একটি দল জুবিলি হিলসের আল্লু অর্জুনের বাড়িতে গিয়ে তাকে আটক করে হেফাজতে নিয়ে যায়।
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের আরটিসি ক্রসরোডসের চিক্কাদপল্লীর সন্ধ্যা থিয়েটারে রাতে পুষ্পা টু : দ্য রুল’ ছবির প্রিমিয়ার ছিল। সেই শোতে হাজির হয়েছিলেন রেবতী নামের এক নারী ও তার স্বামী এবং ছেলে। ওই প্রিমিয়ার শো চলাকালে সবাইকে চমকে দিতে হঠাৎ আল্লু অর্জুন হাজির হয়েছিলেন প্রেক্ষাগৃহটিতে। তখন তুমুল ভিড়ের কারণে হলটিতে রুদ্ধশ্বাস পরিস্থিতি বিরাজ করছিল। আল্লুুর আকস্মিক আগমনে সেখানে উপস্থিত দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। একে অপরকে ধাক্কা দিতে শুরু করেন। এই ধাক্কাধাক্কির সময় পদপিষ্ট হয়ে মারা যান ৩৫ বছরের রেবতী। তার ১৩ বছরের ছেলেও দুর্ঘটনার শিকার হয়। ওই ঘটনায় চিক্কাদপল্লী পুলিশ স্টেশনে আল্লু অর্জুন, তার নিরাপত্তাকর্মী এবং প্রেক্ষাগৃহের মালিকের বিরুদ্ধে মামলা করে রেবতীর পরিবার। এ বিষয়ে পরিবারের বক্তব্য ছিল আল্লুুর আগমনের কোনো অগ্রিম খবর দেওয়া হয়নি।
মোহাম্মদ আলী