’৭১ ও ২৪ এর অঙ্গীকার, দেশ হবে জনতার’ স্লোগান ধারণ করে আজ শনিবার থেকে সোমবার পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে বিজয় উৎসব। নাচ, গান, কবিতার সমান্তরালে ব্যান্ডসংগীতের পরিবেশনা, লাঠি খেলা ও চলচ্চিত্র প্রদর্শনীর সম্মিলনে সজ্জিত হয়েছে বর্ণিল এ উৎসব। গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য আয়োজিত তিনদিনের এ উৎসব উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যামিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
আজ শনিবার উৎসবের প্রথম দিনের সাংস্কৃতিক পরিবেশনায় থাকছে বৃন্দ গান, একক গান, আবৃত্তি ও শিশু শিল্পীদের পরিবেশনা। এছাড়া থাকছে চলচ্চিত্র প্রদর্শনী। জুলাই-অভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্রের সঙ্গে দেখানো হবে জহির রায়হান পরিচালিত ‘স্টপ জেনোসাইড’ ও খান আতা পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’।
উৎসবের প্রথমদিনে বুদ্ধিজীবী দিবসের আলোচনায় অংশ নেবেন বীর মুক্তিযোদ্ধা কমরেড খালেকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা, লেখক ও গবেষক নূর মোহাম্মদ, লেখক ও গবেষক আরিফ রহমান। সভাপতিত্ব করবেন বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি এ এস এম কামাল উদ্দিন।
তিন দিনের অনুষ্ঠানে উদীচী, বিবর্তন, চারণ, প্রগতি লেখক সংঘ, মাদল, গণসংস্কৃতি কেন্দ্র, সংজোগার, সমাজচিন্তা ফোরাম, শহীদ আসাদ পরিষদ, সংহতি সংস্কৃতি সংসদ, রণেশ দাশগুপ্ত চলচ্চিত্র সংসদের শিল্পীরা পরিবেশন করবে সংগীত, আবৃত্তি ও নৃত্য। একক সংগীত পরিবেশন করবেন ফাতেমা তুজ জোহরা, কফিল আহমেদ, হাবিবুল আলম, আমিরুন নূজহাত মনীষা, অবিনাশ বাউল, মায়েশা সুলতানা উর্বি, শাহিনা পারভীন, রামিসা প্রমুখ। স্বরচিত কবিতাপাঠ ও আবৃত্তি পরিবেশন করবেন কবি হাসান ফকরী, কবি গোলাম কিবরিয়া পিনু, কবি মাসুক শাহী, মাহমুদা আক্তার প্রমুখ। এছাড়া ১৬ ডিসেম্বর বিজয় দিবসের গান শোনাবে জনপ্রিয় ব্যান্ডদল সহজিয়া, দ্য কমরেডস, ডিমোক্রেজিক্লাউনস ও ২৪-এর গণ অভ্যুত্থানের লড়াকু র্যাপ দল টিম অ্যাস অমিক্স।
মোহাম্মদ আলী