ছবি সংগৃহীত
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনাকে মা ডেকে জমি চাওয়া নিয়ে আলোচনায় আসেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। এবার তিনি আরও একটি চমকপ্রদ মন্তব্য করেছেন।
সম্প্রতি একটি ওয়েব সিনেমা '৮৪০' শিরোনামের প্রিমিয়ার শোতে তিনি বলেন, "আমার জমির প্রয়োজন রয়েছে, তাই ড. মুহাম্মদ ইউনূস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো।"
এ প্রসঙ্গে জয় তার আগের বক্তব্যের বিষয়ে বলেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা বলে জমি চাওয়ার জন্য একটুও অনুতপ্ত নন। তিনি বলেন, "একটা জিনিস পাওয়ার জন্য বাবা, দাদা, মা ডাকা যায়, আর আমি আমার কাজের জন্য ভবিষ্যতেও ডাকবো।"
তবে, তিনি আরও যোগ করেন, "তবে হ্যাঁ, তখনও বলেছি, বিগত সরকার যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছিল এবং তাদের পতনের জন্য যত লোক প্রাণ দিয়েছে তা ছিল অত্যন্ত সেন্সিটিভ ইস্যু। আর ওই সরকারের প্রধানকে আমি মা বলেছি, এজন্য আমি অনুতপ্ত।"
আশিকুর রহমান