ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রাহায়ণ ১৪৩১

ভাইরাল হতে ভালো লাগে:মারিয়া মিম

প্রকাশিত: ১৯:০৩, ১৩ ডিসেম্বর ২০২৪

ভাইরাল হতে ভালো লাগে:মারিয়া মিম

ছবি: মারিয়া মিম

বর্তমান সময়ে শোবিজের পরিচিত মুখ মডেল অভিনেত্রী মারিয়া মিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আবেদনময়ী ছবি পোস্ট করে আলোচনায় আসেন তিনি। তারই ধারাবাহিকতায় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের অনাবৃত শরীরের ছবি প্রায়ই পোস্ট করে চমকে দেন ভক্তদের।

সম্প্রতি একটি অনুষ্ঠানে মারিয়া মিমকে দেখা যায়। সেখানে তাকে কয়েটি প্রশ্ন করা হয়। যেমন, দিনকে দিন ইনস্ট্রাগ্রামে হু  হু করে ফলোয়ার বাড়ছে এ ব্যাপারটা কেমন লাগে? মারিয়া মিম, এ ব্যাপারটা তো মজাই লাগছে। সবাই আমাকে এত পছন্দ করে এটা তো ভালোলাগার বিষয় তাই না?

প্রশ্ন: আপনার ছবিগুলো যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এ ব্যাপারটা কেমন লাগে।  ভাইরাল হতে তো খুব মজা লাগে।

 প্রশ্ন: অনেকে মনে করে আপনি সারা বছর বিদেশে ঘুরে বেড়ান এটা কি সত্যি?  এটা হচ্ছে আপনারা আমাকে বিদেশে পাঠিয়ে দেন। আমি যখন যাই তখন অনেক পিকচার তুলি আর বাংলাদেশে এসে পিকচার গুলো আপলোড দেই।

প্রশ্ন: আপনি যে সুন্দর সুন্দর ছবি তোলেন এগুলো কে তুলে দেয়? এগুলো আমার ভাই তুলে দেয়,ফটোগ্রাফার তুলে দেয় ,তারপর হচ্ছে আমার ছেলে তুলে দেয় সবাই আমাকে অনেক পছন্দ করে।

সাইদুর

×