ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রাহায়ণ ১৪৩১

ডাক্তারি পরীক্ষা শেষে, গান্ধী হাসপাতাল ছেড়েছেন আল্লু অর্জুন

প্রকাশিত: ১৫:৫৮, ১৩ ডিসেম্বর ২০২৪

ডাক্তারি পরীক্ষা শেষে, গান্ধী হাসপাতাল ছেড়েছেন আল্লু অর্জুন

ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবারই তাঁকে আটক করে হায়দরাবাদের চিক্করপল্লী থানায় নেওয়া হয়েছে।

 

ইন্ডিয়া টুডে এক লাইভ প্রতিবেদনে জানা যায়, চিক্করপল্লী থানায় অবস্থান করছেন আল্লু অর্জুন; সেখানে বিবৃতি রেকর্ড করা হচ্ছে। থানায় জবানবন্দি রেকর্ড করার পর আল্লু অর্জুনকে মেডিকেল চেকআপের জন্য ওসমানিয়া হাসপাতালে স্থানান্তর করা হবে। গ্রেপ্তারের পরপরই দেশজুড়ে উঠে আলোচনার ঝড়। 

ইন্ডিয়া টুডে এক লাইভ প্রতিবেদনে জানা যায়, চিক্করপল্লী থানায় বর্তমানে অবস্থান করছেন আল্লু অর্জুন; সেখানে বিবৃতি রেকর্ড করা হচ্ছে। থানায় জবানবন্দি রেকর্ড করার পর আল্লু অর্জুনকে মেডিকেল চেকআপের জন্য ওসমানিয়া হাসপাতালে স্থানান্তর করা হবে।

পরবর্তী আপডেটে আবারও জানানো হয়,আল্লু অর্জুনকে বর্তমানে ডাক্তারি পরীক্ষার পর গান্ধী হাসপাতাল ছেড়ে যেতে দেখা গিয়েছিল৷

উল্লেখ্য,গত ৪ ডিসেম্বর হায়দেরাবাদে ‘পুষ্পা টু’ প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়, আহত হন বেশ কয়েক জন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন। এই ঘটনাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

ফুয়াদ

×