বয়স চল্লিশের কোটা পার করলেও প্রতিনিয়ত দর্শকদের সামনে নিজেকে নতুনভাবে মেলে ধরেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। ওয়েস্টার্ন পোশাক হোক কিংবা বাঙালি সাজ, নিজের গ্ল্যামারাস লুকে ভক্তদের মুগ্ধ করতে রুনার জুড়ি নেই।
রুনা খানের ‘আবেদনময়ী’ অবতার নিয়ে দর্শকমহলেও বেশ আলোচনা হয়। বিষয়গুলো নিয়ে কখনোই ভাবেন না বা চিন্তিত হন না বলেই জানালেন এই অভিনেত্রী। তার কথায়, পোশাকে কারো শালীনতা ধরে রাখে না।
সদ্য অনুষ্ঠিত এক ফিল্মফেয়ার অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন রুনা খান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে রুনাকে তার সমসাময়িক মডেলিং নিয়ে কথা বলতে শোনা যায়। এ সময় খানিকটা বিরক্ত হয়ে রুনা খান বলেন, ‘গত দুই বছরে আমি যেই ডিজাইনারদের মডেল হয়ে কাজ করেছি, এদের প্রত্যেকের মডেল হয়ে মিম-মেহজাবীনরা কাজ করেছে। সবাই কাজ করে, ঘরের ভেতর, বাক্সের ভেতর বন্দি করে রাখার জন্য না। ফেসবুকে পোস্ট করবে লোকে দেখবে, পছন্দ করবে- সে সমস্ত জানাবে।’
এর আগে এক সাক্ষাৎকারে খোলামেলা পোশাক নিয়ে বিতর্ক প্রসঙ্গে রুনা খান বলেন, ‘যে আপারা সবচেয়ে বেশি সততার আশ্রয় নেন, পর্দার বাইরে অসৎ কাজ করেন কাজ পাওয়ার জন্য, তারাই পর্দায় সবচেয়ে শালীন সেজে থাকার চেষ্টা করেন।’
ফুয়াদ