আশনা হাবিব ভাবনা, বাংলাদেশের ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী। পাশাপাশি পুরস্কার প্রাপ্ত একজন নৃত্যশিল্পী তিনি। সিনেমা পাড়ায় যিনি দর্শকদের কাছে ”ভাবনা" নামেই বেশি পরিচিত ।
সম্প্রতি দেশের একটি প্রথম সারির গণমাধ্যমে ভাবনার রেড হট লুকের ছবি উঠে আসে।যেখানে হাল ফ্যাশনে ভাবনার এই ছবি প্রকাশের পর নেট দুনিয়ায়তা রীতিমত ভাইরাল।
নেটিজেনরা মনে করছেন,ভালোবাসার রং লাল হওয়ার কারণেই বোধহয় ভাবনাকে প্রায় সময় লাল রঙের সাজপোশাকে দেখা যায়।। কখনো তা অদম্য তারুণ্যের শক্তিকে প্রকাশ করে, কখনো অন্যরকম আকর্ষণ। লাল রঙের মধ্যে কী যেন আছে! লাল সাজপোশাকও এই অনুভূতিগুলোরই প্রকাশমাত্র। ভাবনার তেমনই কিছু রেড হট লুকে ছবি দেওয়ার পরপরই তা নেট দুনিয়ায় ভাইরাল।
ফুয়াদ