ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন পূজা চেরী

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩০, ১২ ডিসেম্বর ২০২৪

নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন পূজা চেরী

এই সময়ের জনপ্রিয় নায়িকা পূজা চেরী। ক্রমাগত নিজেকে ভাঙচুর করে শিশু অভিনেত্রী থেকে পরিণত হয়েছেন চিত্রনায়িকায়। মূলত পোড়ামন টু সিনেমায় অভিনয় করে নায়িকা হিসেবে নজর কেড়েছেন দর্শকের। সর্বশেষ ওয়েবসিরিজে অভিনয়ের সংবাদ নিয়ে পূজা আলোচনায় এলেও তার হাতে নেই নতুন কোনো সিনেমা।   সে প্রসঙ্গে এই নায়িকা বলেন,  শীঘ্রই নতুন ছবির খবর জানিয়ে দেওয়া হবে। এর আগে আমি কী করেছি না করেছি, ওগুলো সব ভুলে পূজাকে নতুনভাবে আবিষ্কার করার চিন্তাভাবনা করছি; নতুনভাবে পূজা ফিরে আসুক,  সেটাই চাচ্ছি।
বড় পর্দার পরিবর্তে এবার ওয়েবসিরিজে কাজ করার মধ্য দিয়ে নতুন অধ্যায়ে পদার্পণ  করেছেন চিত্রনায়িকা পূজা  চেরী। সদ্যই নির্মাতা রায়হান রাফীর আসন্ন ওয়েবসিরিজ ‘ব্ল্যাক মানি’র  ট্রেলার প্রকাশ্যে আসে, আর  সেখানে কয়েক ঝলক পূজাকে দেখেই আপ্লুুত তার অনুরাগীরা।
ওয়েবসিরিজ ‘ব্ল্যাক মানি’তে মূল চরিত্রে আছেন পূজা  চেরী। অবশ্য এই সিরিজের নির্মাতা রায়হান রাফীর সঙ্গে এটিই পূজার প্রথম কাজ নয়। এর আগে রাফীর ‘ পোড়ামন টু’ এর নায়িকা ছিলেন পূজা  চেরী। এবার নির্মাতার সঙ্গে ওয়েবসিরিজে কাজ করে  যেন এক নতুন অভিজ্ঞতা  পেলেন অভিনেত্রী।
সম্প্রতি নতুন কাজ প্রসঙ্গে গণমাধ্যমের মুখোমুখি হন পূজা  চেরী। সেখানে নতুন এই ওয়েবসিরিজে কাজ প্রসঙ্গে নানান কথা ভাগ করে  নেন নায়িকা। জানান, ওয়েবসিরিজে কাজের আগ্রহ থাকায় ব্ল্যাক মানিতে কাজ করেছেন তিনি। এছাড়াও সেখানে অনেক গুণী শিল্পীর সান্নিধ্য পাওয়ায় কাজ শেখার সুযোগ হবে, এমনটিও মনে করেন পূজা  চেরী।
পূজার কথায়, ওয়েবসিরিজ করার আগ্রহ  থেকে এটির কাজ করা, এছাড়াও এটা আমার প্রথম সিরিজ। অনেক গুণী সব অভিনয়শিল্পী আছেন,  শেখার  লোভ  থেকে কাজটি করা। শিখেছিও।

মোহাম্মদ আলী

×