বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মী অতুল সুভাষের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া। বিবাহবিচ্ছেদের মামলার শুনানিতে হাজিরা দিতে বারবার বেঙ্গালুরু থেকে জৌনপুর যাতায়াত করতে বাধ্য হয়েছিলেন অতুল। তার পরিবার জানিয়েছে, স্ত্রী নিকিতা সিংহানিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ উঠেছে।
এই ঘটনায় বিজেপি নেত্রী ও অভিনেত্রী কঙ্গনা রানাউত বিতর্কিত মন্তব্য করেছেন। কঙ্গনা বলেছেন, “এটি সমগ্র দেশের জন্য একটি বড় ধাক্কা। ভারতীয় সংস্কৃতি মেনে চলা বিয়েগুলোতে এমন সমস্যা হয় না। বামপন্থা ও ভুয়ো নারীবাদের তীব্র সমালোচনা করছি। কোটি কোটি টাকা দাবি করা হয়েছিল, যা অতুলের জন্য অসম্ভব ছিল। এই চাপে পড়েই ও এমন চরম সিদ্ধান্ত নিয়েছে।”
কঙ্গনা আরও বলেন, অভিযোগকারী বা নির্যাতিতা সত্যিই ঠিক বলছেন কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। তবে তিনি স্বীকার করেন যে, সব বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে পুরুষরাই দোষী নয়, যদিও তার মতে ৯৯ শতাংশ ক্ষেত্রে পুরুষদেরই দোষ থাকে।
এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একাংশ কঙ্গনার মন্তব্যকে 'অযৌক্তিক' এবং 'পক্ষপাতদুষ্ট' বলে অভিহিত করেছেন। কেউ কেউ বলেছেন, এমন একজন ব্যক্তির থেকে প্রতিক্রিয়া নেওয়া উচিত নয়, যিনি নিজেই বিতর্কিত মন্তব্যের জন্য পরিচিত।
অতুলের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী ছাড়াও শ্যালক ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, বিবাহবিচ্ছেদের মামলার সময় অতুলকে মাসিক ৪০ হাজার টাকা খোরপোশ দিতে হত, যা পরবর্তীতে আরও বাড়ানোর জন্য চাপ দেওয়া হচ্ছিল। এই চাপ ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরেই অতুল আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ।
নাহিদা