অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
দীর্ঘদিন ধরে প্রেমিক না থাকার বিষয়ে আক্ষেপ তুলে ধরেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এক ফেসবুক পোস্টে লেখেন, ‘শীত আসছে আর একটাও প্রেমিক নেই আমার। কতগুলো বছর হয়ে গেল। শীতের ভালো ভালো জামা কাপড় পরে আছে কিন্তু ঘুরতে যাওয়ার সঙ্গী নেই।’
বরাবরই তার মনের কথা বিন্দুমাত্র রাখঢাক না রেখে প্রকাশ করতে পছন্দ করেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
এখানে শ্রীলেখা আসলে মজা করেই তার একক জীবনের ছোট্ট আক্ষেপটি জানিয়েছেন। শীতের জামা-কাপড় পরার জন্যই, সেগুলো ঠিকমতো পরে বাইরে যেতে না পারা। যে কারণে তার জ্যাকেট, টুপি ও স্কার্টগুলো যেন কাঁদছে—এমনটা বোঝাতে চেয়েছেন তিনি।
‘শীতের ভালো ভালো জামা কাপড় পরে বেরোতেই পারছি না। জ্যাকেট, টুপি, স্কার্টগুলো কাঁদছে। আর আমি ওদের দুঃখে’—এ মজার লেখার মাধ্যমে অভিনেত্রী আরও একবার তার অনন্য দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
উল্লেখ্য, শ্রীলেখা ও শিলাদিত্য ২০১৩ সালে বিবাহ বিচ্ছেদ করেন। তবে তাদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রেখেছেন।
আর কে