ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

শাকিব খানের সঙ্গে নিয়মিত দেখা করার কারণ জানালেন পূজা চেরি

প্রকাশিত: ১২:১৯, ১২ ডিসেম্বর ২০২৪

শাকিব খানের সঙ্গে নিয়মিত দেখা করার কারণ জানালেন পূজা চেরি

পূজা চেরি বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং উদীয়মান অভিনেত্রী। তিনি শিশুশিল্পী হিসেবে শোবিজ ক্যারিয়ার শুরু করেছিলেন এবং দ্রুতই মূলধারার চলচ্চিত্রে নিজের জায়গা তৈরি করেন। তার অভিনয় দক্ষতা, স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং সৌন্দর্য তাকে কম সময়ে দেশীয় চলচ্চিত্রে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে।

শাকিব খানের সঙ্গে নিয়মিত বিভিন্ন ইভেন্টে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। এ বিষয়ে নায়িকা বলেন, "এসব অনুষ্ঠানে শুধু শাকিব ভাই থাকেন না। আমার পাশাপাশি আরও অনেক শিল্পীও অংশ নেন। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি যে ব্র্যান্ডের শুভেচ্ছাদূত, সেই প্রতিষ্ঠানের প্রচার তো আমাকে করতেই হবে।"

তিনি আরও বলেন, "শাকিব ভাইয়ের সঙ্গে বিভিন্ন ইভেন্টে আমাকে দেখা যায় এই কারণেই। অন্য শুভেচ্ছাদূতরাও এসব অনুষ্ঠানে উপস্থিত থাকেন। আর যেহেতু শাকিব ভাই প্রতিষ্ঠানটির পরিচালকদের একজন, তাঁর উপস্থিতি তো স্বাভাবিক।"

এদিকে, পূজা চেরি আগামী ২ জানুয়ারি মুক্তি পেতে যাওয়া ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’-তে অভিনয় করেছেন। রায়হান রাফী পরিচালিত এই সিরিজটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

নাহিদা

×