পারসা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তার গাওয়া ‘আমি ভুলে যাই’ গানটি ব্যাপকভাবে প্রশংসা কুড়ায় পারসা। গানের বাইরে নাটকেও অভিনয় করেছেন পারসা মাহজাবীন পূর্ণি। এবার এই মিষ্টি হাসির মেয়েটিকে দেখা যাবে ওয়েব ফিল্মে।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকির ‘ঘুমপরী’ শীর্ষক ওয়েব ফিল্মে যুক্ত হয়েছেন তিনি। এটি পরিচালনা করবেন জাহিদ প্রীতম। ওয়েব ফিল্মটিতে আরও অভিনয় করবেন তানজীন তিশা ও প্রীতম আহমেদ। ১০ই ডিসেম্বর বিকালে চরকির অফিসে হয় ওয়েব ফিল্মটির চুক্তি স্বাক্ষর।
এ সময় উপস্থিত ছিলেন- অভিনয়শিল্পী তানজিন তিশা, প্রীতম হাসান, পারসা মাহজাবীন ও নির্মাতা জাহিদ প্রীতম। চরকির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি। এ ফিল্মে যাদেরকে এতদিন পর্দায় দেখে দূর থেকেই পছন্দ করতেন, তাদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন পারসা মাহজাবীন।
তাছাড়া এটি তার প্রথম ওয়েব ফিল্ম। স্বাভাবিকভাবেই খুব উচ্ছ্বসিত তিনি। তিনি বলেন, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। যাদের পছন্দ করি, তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। চরকির সঙ্গেও কাজ করার ইচ্ছা ছিল, সেটাও পূরণ হলো। সব মিলিয়ে আমি খুব খুশি এবং আশাবাদী। নির্মাতা জাহিদ প্রীতম জানান, ‘ঘুমপরী’ গল্পটি ভালোবাসার। তবে এতে রহস্য ও নাটকীয়তার মিশ্রণও রয়েছে। শিগগিরই এর শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।
শহীদ