ফের বিয়ের পিঁড়িতে বসেছেন বুবলী
ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলীর বিয়ের সাজের কিছু ছবি নেট দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে । কথা রটেছে- বিয়ে করেছেন বুবলী!
এত আলোচনা-সমালোচনার মধ্যে নায়িকা চুপ থাকলেও কথা বলেছেন ছবি কোরিওগ্রাফার গৌতম সাহা। তার কথায়, ‘বুবলীকে নিয়ে তিনটি শুট করেছি। ওয়েডিং, হলুদ ও মেহেদী। সে খুব আন্তরিকতার সঙ্গে সময় দেয়। সময় মত কাজে চলে আসে। ওর সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে’।
গৌতম সাহার সঙ্গে আগেও কাজ করেছেন বুবলী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বুবলী অনেক লক্ষ্মী একটা মেয়ে। কাজ ছাড়া কিছুই চিন্তা করে না। যখন সেটে থাকে, খেতে বললেও খায় না। সব সময় বলে, আগে কাজ তারপর খাওয়া-দাওয়া। সম্প্রতি একটা বিউটি পার্লারের ফটোশুট করেছি ওকে নিয়ে।’
তিনি জানান, বুবলীর সঙ্গে থাকা মডেলের নাম ওয়াসিফ খান।
জানা গেছে, আপাতত নতুন কোনো সিনেমা নেই বুবলী। আর এই সময়টাতে অংশ নিচ্ছেন বিভিন্ন স্টেজ শো, প্রোমোশন ও ফটোশুটে।
তাসমিম