ছবি: সংগৃহীত
কিছুদিন পরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তার উপস্থাপনার ছোট-ছোট ভিডিও! তুমুল আলোচনা হয় তাকে নিয়ে। নেটদুনিয়ায় জনপ্রিয় হয়ে ওঠা এই উপস্থাপিকার নাম সুরাইয়া তাবাসসুম সমৃদ্ধি!
সম্প্রতি একটি অনলাইন মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে তিনি তার ব্যক্তিগত জীবনের নানা তিক্ত অভিজ্ঞতার ব্যাপারে খোলামেলা কথা বলেন। তিনি জানান, কয়েকদিন আগে মার্কেট করতে বাইরে বেরিয়েছিলেন। তখন দেখলেন মধ্য বয়স্ক একটা লোক যার বয়স ৪৫ বছরের মতো হবে, যিনি তার পাশ দিয়ে যাচ্ছিলেন। পাশ দিয়ে যাওয়ার সময় লোকটি সমৃদ্ধিকে কানে কানে বলছিলেন, নাইস অ্যান্ড সেক্সি। আবার, ছোটকালে এক হুজুর কর্তৃক হ্যারেস হয়েছিলেন সমৃদ্ধি। তিনি প্রশ্ন তোলেন, সেটাও কি তার ড্রেসের কারণে ঘটেছিল?
কিন্তু সমৃদ্ধি দমে যাওয়ার মতো মেয়ে নন, তিনি জানান সম্প্রতি এরকম একটি ঘটনার পর মোবাইল ফোনে ভিডিও ধারণ করে ছড়িয়ে দেন হ্যারাস করা সেই ব্যক্তির মুখোশ।
শিহাব